afridi-on-wcl-ind-vs-pak-cancellation

WCL: পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পরেও পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক মুছে ফেলতে রাজী হয় নি বিসিসিআই। এশিয়া কাপ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে তারা। একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। গ্রুপ পর্বে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা দুই দেশের। টুর্নামেন্টের যা ফর্ম্যাট, তাতে আরও দুই বার সম্মুখসমরে নামতে হতে পারে তাদের। ভারত জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলেও আপাতত এশিয়া কাপে পড়শি দেশকে বয়কটের কোনো রকম ভাবনা নেই বোর্ডের, সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। ক্রিকেট নিয়ামক সংস্থা দেশবাসীর আবেগের চেয়ে বাইশ গজের দ্বৈরথকে অগ্রাধিকার দিলেও একই পথে হাঁটতে রাজী নন প্রাক্তন ক্রিকেটাররা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টের গ্রুপ পর্বে তাঁরা খেলেন নি পাকিস্তানের বিরুদ্ধে। একই অবস্থানে অনড় রইলেন সেমিফাইনালেও।

Read More: “জল বইবার জন্য নিয়ে গিয়েছে…” পঞ্চম টেস্টে সুযোগ পেলেন না কুলদীপ যাদব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

সেমিফাইনালও বয়কট ভারতের-

India Champions Boycotted WCL Semifinal vs Pakistan Champions | Image: Twitter
India Champions Boycotted WCL Semifinal vs Pakistan Champions | Image: Twitter

গত ২০ জুলাই বার্মিংহ্যামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও পাকিস্তানের প্রাক্তনীদের। কিন্তু খেলার ২৪ ঘন্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা করেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান’দের (Irfan Pathan) মত তারকারা। পহলগামের বৈশরণ উপত্যকায় যেভাবে নিরীহ ভারতীয় পর্যটকদের হত্যা করেছিলো পাক-মদতপুষ্ট জঙ্গিরা, তার প্রতিবাদস্বরূপ পড়শি দেশকে বয়কটের ঘোষণা করেছিলেন তাঁরা। তা নিয়ে বিস্তর জলঘোলা চলেছিলো। ক্রিকেট ও রাজনীতিকে মিশিয়ে ঠিক করছেন না ভারতীয় তারকারা, আক্রমণ উড়ে এসেছিলো ওয়াঘা সীমান্তের ওপার থেকে। কিন্তু নীতি বদলায় নি যুবরাজ সিং-এর নেতৃত্বাধীন দল। শেষমেশ ম্যাচটি বাতিল ঘোষণা করে টুর্নামেন্ট (WCL)  কর্তৃপক্ষ। পয়েন্ট ভাগাভাগি হয় দুই পক্ষের মধ্যে।

লীগ তালিকায় শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে উঠেছিলো পাকিস্তান। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে হারিয়ে শেষ চারে পৌঁছন ভারতীয় প্রাক্তনীরাও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ চারের লড়াইতে মুখোমুখি হওয়ার কথা প্রথম ও চতুর্থ দলের। ফলে ফের তৈরি হয় ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথের সম্ভাবনা। আজ অর্থাৎ ৩১ জুলাই এজবাস্টনে হওয়ার কথা ছিলো ম্যাচটি। ভারত কি বয়কট চালিয়ে যাবে নাকি ট্রফি (WCL) রক্ষার লক্ষ্যে নামবে শেষ চারের যুদ্ধে? এই নিয়েই কৌতূহল ছিলো সকলের। তবে খেতাবের চেয়ে তাঁরা যে দেশপ্রেমকে এগিয়ে রাখছেন তা আরও একবার বুঝিয়ে দেন হরভজন, বরুণ অ্যারন, ইরফান পাঠানরা। সেমিফাইনালও বয়কট করারই সিদ্ধান্ত নেন তারা। ফের বাতিল হয় ম্যাচ। ভারত মাঠে না নামায় বিনা বাধায় ফাইনালে পৌঁছায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স।

দেখুন কর্তৃপক্ষের বিবৃতি-

বেফাঁস মন্তব্য শাহীদ আফ্রিদি’র-

Shahid Afridi | WCL | Image: Getty Images
Shahid Afridi | Image: Getty Images

প্রাক্তন পাক অধিনায়ক শাহীদ আফ্রিদি’র ভারতবিদ্বেষের সাথে পরিচিত ক্রিকেটদুনিয়ার সকলেই। মাঝেমধ্যেই নানা সংবেদনশীল বিষয় নিয়ে বেফাঁস মন্তব্য করে থাকেন তিনি। বাদ যায় না কাশ্মীর সমস্যা বা সন্ত্রাসবাদের মত বিষয়’ও। গ্রুপ পর্বের ভারত-পাক ম্যাচ ভেস্তে যাওয়ার পর তিনি বলেছিলেন, “খেলাটা সবার আগে আসে। ক্রিকেটই সবচেয়ে বড় বিষয়। তার মধ্যে রাজনীতি ঢোকানো বা একজন ভারতীয় ক্রিকেটার যদি বলেন যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না-তাহলে খেলতে হবে না। বাইরে বসে থাকুন। কিন্তু খেলাটা সবচেয়ে বড়।” সেমিফাইনাল বাতিল হওয়ার পর আরও আক্রমণাত্মক আফ্রিদি। বলেছেন, “ভারত সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে-ওদের জন্য এটা ভালোই হয়েছে। না হলে সেমিফাইনালে আমাদের মুখোমুখি হয়ে হেরে আরও লজ্জায় পড়তে হত। পাকিস্তান সবসময় মাঠে প্রমাণ দেয়। কথায় নয়।”  

Also Read: IND vs ENG 5th Test Toss Report in Bengali: বুমরাহ’কে ছাড়াই ওভালে নামছে টিম ইন্ডিয়া, ইংল্যান্ড একাদশেও রয়েছে চার পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *