চলছে এশিয়া কাপ। আগামী ১৪ তারিখ দুবাইয়ের মাঠে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। সাধারণত যখনই উপমহাদেশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট একে অপরের বিরুদ্ধে মাঠে নামে, তখনই তুঙ্গে থাকে উত্তেজনা। কিন্তু এবার ছবিটা খানিক আলাদা। কারণ বাইশ গজের যুদ্ধে ছোঁয়া লেগেছে রাজনীতিরও। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে এক নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিলো পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। পাল্টা হিসেবে অপারেশন সিঁদুরের সূচনা করে ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গী ঘাঁটি। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও শুরু হয় সংঘাত। তা দিনতিনেকের বেশী স্থায়ী না হলেও তার রেশ রয়ে গিয়েছে এখনও। ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন দাবানলের আকার ধারণ করতে পারে ক্রিকেটকে (IND vs PAK) কেন্দ্র করে, আশঙ্কায় বিশেষজ্ঞমহল।
Read More: BAN vs HK ASIA CUP 2025: এশিয়া কাপে বাংলাদেশের দাপট, হংকংয়ের বিরুদ্ধে লড়াই জিতল লিটন বাহিনী !!
ধাওয়ানকে আক্রমণ আফ্রিদির-

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টে পাকিস্তানের প্রাক্তনীদের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামার কথা ছিলো ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের। কিন্তু পহলগাম সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে সেই ম্যাচ বয়কট করেন সুরেশ রায়না, হরভজন সিং-রা। পরে সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন নি তাঁরা। রবিবারের ভারত-পাক (IND vs PAK) ম্যাচের আগে সেই প্রসঙ্গ টেনে এনেছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় তারকাদের। সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি সবসময়েই বলে এসেছি যে ক্রিকেট চলতে থাকা উচিৎ। এটা সবসময়ই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে। ইংল্যান্ডে ডব্লুসিএল ম্যাচ দেখার জন্য সবাই টিকিট কেটেছিলেন এবং খেলোয়াড়রা মাঠে নামার জন্য অনুশীলনও করেছিলেন। তারপর আপনারা (ভারতীয় দল) খেললেন না। কি ভাবনা ছিলো আপনাদের? আমি বুঝে উঠতে পারছি না।”
পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর সোশ্যাল মিডিয়াতে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সাথে তরজায় জড়িয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। ডব্লুসিএল ম্যাচ ভেস্তে যাওয়ার পরেও প্রাক্তন ভারতীয় ওপেনারের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছিলেন তিনি। এশিয়া কাপ (Asia Cup 2025) দ্বৈরথের আগে আরও একবার ধাওয়ানকেই নিশানা করেছেন তিনি। বাম হাতি তারকার নাম উল্লেখ করেন নি আফিদি। কিন্তু তাঁর আক্রমণের লক্ষ্য কার দিকে তা বুঝতে সমস্যা হয় নি কারও। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যদি নাম উল্লেখ করি তাহলে ও ফেঁসে যাবে। কিন্তু যে খেলোয়াড়কে আমি পচা ডিম আখ্যা দিয়েছিলাম তার অধিনায়ক (যুবরাজ সিং) অবধি ওকে বলেছিলো, ‘খেলতে না চাইলে খেলো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এত প্রচার কোরো না।’ ওর আলাদা উদ্দেশ্য ছিলো। তাই জন্যই ওকে পচা ডিম বলেছিলাম।”
অভিযোগের আঙুল তুললেন আফ্রিদি-

ভারত ও ভারতবাসীর বিরুদ্ধে এর আগেও নানা সময় বেফাঁস মন্তব্য করেছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। রবিবারের ম্যাচের (IND vs PAK) আগেও সেই পথেই হাঁটতে দেখা গেলো তাঁকে। সমর্থকদের চাপেই পাক বিরোধী অবস্থান নিতে বাধ্য হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকারা, অভিযোগ তুলেছেন প্রাক্তন পাক তারকা। সামা টিভি’র অনুষ্ঠানে তিনি জানান, “প্রচুর সমস্যা রয়েছে। ওদের (ক্রিকেটারদের) ঘর অবধি পৌঁছে যায় (সমর্থকেরা)। বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় খেলোয়াড়দের। তাই কেউ কেউ প্রমাণ করার চেষ্টা করেন যে সে ভারতীয়। বেচারারা যবে থেকে জন্মেছে তবে থেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে যে ওরা ভারতীয়।” আফ্রিদির মন্তব্যের ভিডিও ক্লিপিং ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভাষা ব্যবহার করেছেন তিনি, তা রীতিমত অশালীন ও অনভিপ্রেত, উঠছে অভিযোগ।
দেখে নিন সেই সাক্ষাৎকারের কিছু অংশ-
Shahid Afridi said, “Some indian players are still trying to prove they are Indians. Since birth, they’ve been showing that they are Indians, and now they are doing commentary in the Asia Cup.”pic.twitter.com/Ru0sYdZfYO
— junaiz (@dhillow_) September 11, 2025
Also Read: IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ সঞ্জু, নিশ্চিত করলেন ক্যাপ্টেন সূর্যকুমার !!