ফিরলেন গুলবদিন-নাইব, রশিদকে সামনে রেখে টি২০ বিশ্বকাপের জন্য দল প্রকাশ করল আফগানিস্তান !! 1

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চ এবার নতুনভাবে সেজে উঠতে চলেছে। একাধিক পিছিয়ে থাকা দল শক্তিশালী প্রতিপক্ষদের টক্কর দিতে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ভারত এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। দলে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং রিঙ্কু সিং (Rinku Singh)’কে আবার‌ও ফিরিয়ে আনা হয়েছে। এরমধ্যেই এবার এশিয়ার অন্যতম দল আফগানিস্তান তাদের বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করল। এই দলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চমক।

Read More: ছুপা রুস্তম সূর্যকুমার যাদব, এই লাস্যময়ী নারীকে দিতেন মাঝ রাতে ‘নটি’ ম্যাসেজ !!

বিশ্বকাপে আফগানিস্তান-

ফিরলেন গুলবদিন-নাইব, রশিদকে সামনে রেখে টি২০ বিশ্বকাপের জন্য দল প্রকাশ করল আফগানিস্তান !! 2
Afghanistan Cricket Team | Image: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে আফগানরা একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে রীতিমতো জ্বলে ওঠে। গ্ৰুপ পর্বে নিউজিল্যান্ডের মতো দলকে ৮৪ রানে পরাজিত করেছিল রশিদ খানরা (Rashid Khan)। এরপর ‘সুপার ৮’ ২১ রানে হারায় অস্ট্রেলিয়াকে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে তারা ফাইনালে পৌঁছাতে পারেনি। কিন্তু এই লড়াই এখনও মনে রেখেছে ক্রিকেট ভক্তরা।

আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টের গ্ৰুপ ‘ডি’তে সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, কানাডা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে অবস্থান করছে আফগানরা। ৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে রশিদ খানরা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

ফিরলেন গুলবদিন-নাইব-

Asia cup 2025
Afghanistan Cricket Team | Image: Getty Images

আজ বছরের শেষ দিন আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল প্রকাশ করল আফগানিস্তান (Afganistan Cricket Team)। এই দলটি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশগ্রহণ করবে। উল্লেখযোগ্যভাবে স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi) ও অভিজ্ঞ অলরাউন্ডার গুলবদিন নাইব (Gulbadin Naib)। এছাড়াও দলে জায়গা পেয়েছেন স্পিনার মুজিব উর রহমান (Mujibur Rahman) ও ডানহাতি পেসার নবীন উল হক (Naveen Ul Haq)। দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান (Rashid Khan)।‌

বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল-

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মহম্মদ ইশহাক (উইকেটকিপার), সেদিক‌উল্লাহ অটল, দার‌উইশ রসুলি, শহিদ‌উল্লাহ কামাল, আজমাতুল্লাহ ওমরজাই‌, গুলবদিন নাইব, মহম্মদ নবী, নুর আহমদ, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি, আব্দুল্লাহ ওমারজাই

রিজার্ভ: আল্লাহ মহম্মদ গজনফার, ইজাজ আহমেদজাই ও জিয়াউর রহমান শরিফি

Read Also: স্বর্গের পরীর মতো সুন্দরীর সঙ্গে প্রেম করছেন তিলক বর্মা, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *