টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, মাথায় আকাশ ভেঙে পড়ল দলের !! 1

আর মাত্র কয়েকটা দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উন্মাদনায় মেতে উঠবে ক্রিকেট ভক্তরা। এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি যোগ্যতা অর্জনকারী দেশ। তবে বাংলাদেশ আসন্ন বিশ্বকাপের জন্য ভারত সফর করবে কিনা তা নিয়ে রীতিমতো টানাপোড়েন চলছে। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে বিপক্ষদের বার্তা দিয়েছে। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে এই দল লড়াইয়ে নামবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এবার তারকা পেসারের চোট পেয়ে ছিটকে যাওয়ার খবর সামনে এল।

Read More: “ডবল হান্ড্রেড দেখছি না অনেকদিন…” রোহিত শর্মাকে ব্যঙ্গ করে ভাইরাল রিতিকা সাজদের স্ট্যাটাস !!

ছিটকে গেলেন তারকা পেসার-

টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, মাথায় আকাশ ভেঙে পড়ল দলের !! 2
Naveen Ul Haq | Image: Getty Images

আধুনিক ক্রিকেটে সারা বছর ধরে ক্রমবর্ধমান ম্যাচের চাপ অনেক সময় ক্রিকেটারদের চোটের মুখে ফেলে। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাধিকবার চোট পেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নবীন উল হক (Naveen Ul Haq) চোট পেয়ে ছিটকে গেলেন। এই আফগান তারকা চোটের কারণে গত এক বছর ধরে জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করতে পারেননি। শেষ ২০২৪ সালে ডিসেম্বর মাসে আফগানিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় তার আগে ওয়েস্ট ইন্ডিজের (Afganistan vs West Indies T20 Series) বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই তারকা। এই ম্যাচের শেষের দিকে তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে এই পেসারের চোট কী ধরনের তা এখনও অফিসিয়ালি জানান হয়নি। পুরানো কাঁধের চোট সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য নবীন উল হক এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৮ ম্যাচে মোট ৬৭ টি উইকেট সংগ্রহ করেছেন।

বিশ্বকাপে আফগানিস্তান-

টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, মাথায় আকাশ ভেঙে পড়ল দলের !! 3
Naveen Ul Haq | Image: Getty Images

গত কয়েক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রীতিমত চমক দিয়েছে। ২০২৪ সালে শেষ এই বিশ্বকাপে দুরন্ত ফার্মে ছিল রশিদ খানরা (Rashid Khan)। গ্ৰুপ পর্বে তারা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা করে নেয়। কিন্তু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ফাইনালে প্রবেশ করতে পারেনি।

তবে এই বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে নতুন ইতিহাস রচনা করতে চাইছে আফগান বাহিনী‌। আসন্ন এই টুর্নামেন্টে তারা গ্ৰুপ ডি’তে কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে অবস্থান করছে। ৮ ফেব্রুয়ারি আফগানিস্তান টুর্নামেন্টের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের (Afganistan vs New Zealand) বিপক্ষে খেলবে। এই ম্যাচটি চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Read Also: লিটন-মুস্তাফিজদের জয়, ‘ভারতবিদ্বেষী’ কর্তাকে ছাঁটাই করলো BCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *