ভারতীয় ক্রিকেটে একাধিক তারকার বিবাহ বিচ্ছেদের ঘটনা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। বিবাহের সম্পর্ক ছিন্ন হওয়ার পর যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শিখর ধাওয়ানকেও (Shikhar Dhawan) একই পথে হাঁটতে দেখা গেছে। জীবনকে নতুন করে সাজিয়ে তুলছেন তারা। এর মধ্যেই এবার আফগানিস্তান তারকা রশিদ খানের (Rashid Khan) দ্বিতীয় বিয়ের খবর সামনে এসেছে। যা নিয়ে ক্রিকেট মহলের রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। একই বছরে দ্বিতীয়বার বিয়ে করে বর্তমানে চর্চায় রয়েছেন এই তারকা।
Read More: রিচা ঘোষের আবেদনে সাড়া, শিলিগুড়িতে হতে চলেছে নতুন ক্রিকেট স্টেডিয়াম !!
দ্বিতীয়বার বিয়ে করলেন রশিদ-

আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার রশিদ খান তার ক্রিকেট দক্ষতার জন্য বিশেষ পরিচিত। গত বছর ৩ অক্টোবর রাজধানী কাবুলে ইম্পিরিয়াল কন্টিনেন্টাল হোটেলে প্রথম বিয়ে করেছিলেন তিনি। তিন ভাই আমির খালিল, জাকিউল্লা ও রাজা খানের সঙ্গে একসঙ্গে বিয়ে করেন। এই বিয়ের অনুষ্ঠানে একাধিক আফগান তারকা ক্রিকেটারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। সতীর্থদের মধ্যে ছিলেন মহম্মদ নবি (Mohammad Nabi), আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai), রহমত শাহের (Rahmat Shah) মতো পরিচিত মুখ।
কিন্তু এই বিবাহ অনুষ্ঠানের কিছুদিন পরে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন রশিদ। এর মধ্যেই আবার তার নতুন বিয়ের খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আফগানিস্তানের পাশতুন নিয়ম মেনেই হয়েছে এই বিয়ে। তবে দ্বিতীয় স্ত্রীর নাম ও পরিচয় কিছুই সামনে আসেনি। তবে একই বছরে দুটো বিয়ে নিয়ে অনেকে ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছেন।
নিজেই জানান এই খবর-

রশিদ খান (Rashid Khan) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “২ আগস্ট ২০২৫’এ আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমার বিয়ে হয়েছে। আমার সাথে যার বিয়ে হয়েছে তার সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসার, শান্তির যা আমি আশা করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হল আমার বিয়ে নিয়ে অনেকেই ভুল ধারণা তৈরি করেছেন। তিনি আমার স্ত্রী এবং আমি তার পাশে আছি। এটাই খুব সহজ বিষয়।” উল্লেখ্য পারিবারিক নিয়মকে শ্রদ্ধা রেখে এই তারকা তার স্ত্রীর নাম পরিচয় গোপন রেখেছেন।
২৬ বছর বয়সী এই আফগান ক্রিকেটার বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার নেতৃত্বে ৩-০ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে আফগানিস্তান (Afganistan vs Zimbabwe)। এছাড়াও সম্প্রতি এই তারকা স্পিনার আইসিসি (ICC) ওডিআই বোলিং র্যাঙ্কিং’এ শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন। এখনও পর্যন্ত রশিদ দেশের হয়ে ১১৭ টি ওডিআই ম্যাচে ২১০ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার জাতীয় দলের হয়ে ১০৮ টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৮২ উইকেট রয়েছে।