IND vs AFG, T20 World Cup 2024: সুপার 8-এর মঞ্চে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান, ভারতের বিরুদ্ধে দলে এন্ট্রি দিলো এই মিস্ট্রি বোলারকে !! 1

জমে উঠেছে চলতি বিশ্বকাপ (T20 World Cup 2024)। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি প্রায় সমাপ্ত হয়ে এসেছে। এবার শুরু হতে চলেছে সুপার এইট পর্বের ম্যাচ। দুটি গ্রুপে ভাগ হয়েছে সুপার এইটের মঞ্চ, প্রতিটি গ্রুপে রাখা হয়েছে চারটি করে দল এবং প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রথম গ্রুপেই ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশকে রাখা হয়েছে। আর এই গ্রুপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে। দুই দল টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সফল দল, চলতি বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আফগান দল।

গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে তারা পরাস্ত করেছে। ভারতীয় দলের কাছে তারা হতে পারে বড় থ্রেট। প্রথম ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ১২৫ রানে জয় সুনিশ্চিত করে আফগানিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানের একটি বড় জয় ছিনিয়ে নেয় তারা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারতীয় দল। তবে সেই কাজ নিমেষের মধ্যে করে দেখালো আফগান দল। এছাড়া তৃতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করে চলতি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের মঞ্চে প্রবেশ করেছে।

ভারতের বিরুদ্ধে ওপেনিং করে আসবেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz), চলতি বিশ্বকাপে গুরবাজ ৪ ম্যাচে সর্বাধিক ১৬৭ রান বানিয়েছেন। তার সাথে ওপেনিং করতে আসবেন প্রাক্তন অধিনায়ক ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। চলতি মরশুমে ইব্রাহিম ১৫২ রান বানিয়ে চতুর্থ স্থানে দখল করে রেখেছেন। প্রতি ম্যাচেই দলের ওপেনিং জুটিকে খেলতে দেখা গিয়েছে। দলের টপ অর্ডারে কোন প্লেয়ার ব্যাটিং করতে আসবেন তা পরিস্থিতি বুঝেই ঠিক করবে ম্যানেজমেন্ট। তবে তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন গুলবাদিন নায়েব (Gulbadin Naib)।

Read More: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভরাডুবির জের, অবসরের পথে হাঁটছেন খোদ অধিনায়ক !!

দলের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন আজমতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai), মোহাম্মদ নবী (Mohammad Nabi) ও নাজিবুল্লাহ জাদরানকে (Najibullah Zadran)। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা বেশ ক্ষমতাশালী। অলরাউন্ডার ও লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে করিম জানাত (Karim Janat) ও রশিদ খানকে (Rashid Khan)। বোলিং বিভাগে নুর আহমদ (Noor Ahmad), নবীন-উল হক (Naveen-ul-Haq) ও ফজলহক ফারুকীকে (Fazalhaq Farooqi) দেখতে পাওয়া যাবে। চার ম্যাচে ফারুকী সর্বাধিক ১২ উইকেট নিয়েছেন।

IND vs AFG, T20 World Cup 2024, PITCH & WEATHER REPORT

T20 world cup 2024

ভারত ও আফগানিস্তান ম্যাচটি বার্বাডোজ স্টেডিয়ামের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠের পিচের কথা বলতে গেলে এটি একটি ভারসাম্যপূর্ণ পিচ। ইতিমধ্যেই এই মাঠে বেশ কয়েকটি ম্যাচ দেখতে পাওয়া গিয়েছে। এখানকার পিচে ব্যাটসম্যান ও বোলারদের সমান সংখ্যক সুবিধা দেখতে পাওয়া যায় বেশ কয়েকটি ম্যাচে এখানে লো স্কোরিং গেম দেখা গিয়েছে আবার কয়েকটি ম্যাচে বড় বড় ইনিংস দেখা গিয়েছে। এই মাঠে প্রথমে ব্যাটিং করে দলের গড় স্কোর ১৬০ এবং দ্বিতীয় ব্যাটিং করে সেটি পৌঁছে যায় ১৬৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মমাফিক টসটিতে ফিল্ডিং করাটা এখানকার সবথেকে বুদ্ধিমানের কাজ।

বৃহস্পতিবার বাড়বেটাজের ময়দানে দুই দল মুখোমুখি হতে চলেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আকাশ থাকবে পরিষ্কার। ভক্তরা একটি হাই ভোল্টেজ ম্যাচের উপভোগ করবে, প্রথমত দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা চলে আসবে। এছাড়া ৭৪ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ্য করা যাবে। যার ফলে প্লেয়ারদের অতিরিক্ত অনুভব হতে পারে ম্যাচ চলাকালীন ৩১ কিলোমিটার পথিক ঘণ্টা বেগে বইতে পারে বাতাস তবে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

IND vs AFG, T20 World Cup 2024, ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের সম্ভব্যরূপ একাদশ

IND vs AFG, T20 World Cup 2024: সুপার 8-এর মঞ্চে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান, ভারতের বিরুদ্ধে দলে এন্ট্রি দিলো এই মিস্ট্রি বোলারকে !! 2
Afghanistan Cricket Team | Image: Getty Images

ওপেনার – রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান

মিডিল অর্ডার ব্যাটসম্যান – গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান

ফিনিশার – করিম জানাত, রশিদ খান

বোলার – নুর আহমদ, নবীন-উল হক, ফজলহক ফারুকী

উইকেট রক্ষক – রহমানুল্লাহ গুরবাজ

ভারতের বিরুদ্ধে সম্ভব্য আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (WK), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (C), নুর আহমদ, নবীন-উল হক, ফজলহক ফারুকী।

Read Also: Big Breaking: জন্টি রোডস হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ, BCCI করলো বড় ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *