WTC Final: অস্ট্রেলিয়ার মাঠে সঙ্কটে টিম ইন্ডিয়া (Team India)। অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাগি গ্রিন বাহিনীর বিপক্ষে পাত্তাই পেলো না রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ মেঘলা দিনে গোলাপি বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিচেল স্টার্ক (Mictehll Starc)। ১৮০তে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। জবাবে ব্যাট করতে নামা অজিরা তুলে ফেলে ৩৩৭ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারে নি ভারতীয় শিবির। প্যাট কামিন্সের পঞ্চবাণে বিদ্ধ হয়ে থামে ১৭৫ রানে। ১৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলতে বিশেষ ঘাম ঝরাতে হয় নি নাথান ম্যাকস্যুইনি ও উসমান খোয়াজাকে। এই হারের ফলে চলতি সিরিজে অ্যাডভান্টেজ খোয়ালো ভারত। একইসাথে পিছিয়ে পড়লো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দৌড়েও।
Read More: IND vs AUS 2nd Test: “মিথ্যা বলছে ট্র্যাভিস হেড…” বিস্ফোরক বয়ান সিরাজের, উস্কে দিলেন বিতর্কের আগুন !!
ফাইনাল থেকে দূরে সরছে ভারত-
নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) ঘরের মাঠে ০-৩ সিরিজ হার খাদের কিনারে ঠেলে দিয়েছিলো ভারতীয় দল’কে (Team India)। অন্য কারো মুখাপেক্ষী না থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখতে গেলে অন্তত ৪-০ ফলে হারাতে হত অস্ট্রেলিয়াকে। পার্থ-এর অপটাস স্টেডিয়ামে ২৯৫ রানের ব্যবধানে অনবদ্য জয় আশার আলো জ্বালিয়েছিলো খানিক। কিন্তু সেই শিখা নিভে গেলো আজ।অ্যাডিলেড ওভালে গোলাপি বলের যুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে পরাজয় স্বীকার করতে হলো ‘মেন ইন ব্লু’কে। একইসাথে ব্যাগি গ্রিন বাহিনীকে ৪-০ হারানোর যাবতীয় সম্ভাবনাও শেষ হলো আজ। শেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষস্থানও খুইয়ে বসলেন রোহিত, কোহলিরা। একধাক্কায় তাঁরা নেমে গিয়েছেন তিনে।
আগামী বছরের জুন মাসে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে আয়োজিত হওয়ার কথা তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। এর আগে দুই বার যোগ্যতা অর্জন করেছে ভারত। কিন্তু ২০২১ ও ২০২৩-এ হারতে হয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS)। সাদাম্পটন ও ওভালের সেই দুই হতাশাজনক অধ্যায়কে লর্ডসে মুছে ফেলার সুযোগ ছিলো ভারতীয় শিবিরের সামনে। কিন্তু যে পথে এগোচ্ছে ঘটনাপ্রবাহ তাতে আদৌ তারা এবার যোগ্যতা অর্জন করবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। অ্যাডিলেড টেস্টের পর ভারতের পার্সেন্টেজ পয়েন্ট ৫৭.২৯। তাদের থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শীর্ষে থাকা প্যাট কামিন্সদের পার্সেন্টেজ পয়েন্ট ৬০.৭১। আর দ্বিতীয় স্থানে থাকা প্রোটয়া শিবিরের আপাতত সংগ্রহ ৫৯.২৬।
এক নজরে WTC পয়েন্ট তালিকা-
ঘুরে দাঁড়ানো কঠিন ভারতের জন্য-
ফাইনালের দৌড়ে থাকা তিন দেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ভারত’ই। অস্ট্রেলিয়াতে আগামী তিনটি টেস্ট রয়েছে তাদের। তারপর চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রে আর কোনো ম্যাচ নেই তাদের। ফাইনালের আশা জিইয়ে রাখতে গেলে অজিদের ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে হারাতেই হবে রোহিত শর্মাদের (Rohit Sharma)। অন্যদিকে কামিন্সবাহিনী ভারত সিরিজের (IND vs AUS) পর শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি টেস্ট খেলার সুযোগ পাবে। উপমহাদেশে জয় পেলে অনেকখানি এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে দেশের মাঠে সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তেম্বা বাভুমা’রা (Temba Bavuma)। এরপর প্রোটিয়াদের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান। যাদের সাম্প্রতিক টেস্ট রেকর্ড মোটেই ভালো নয়। যদি শান মাসুদের দলকেও গুঁড়িয়ে দেয় তারা তাহলে লর্ডসের টিকিট নিশ্চিত করে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকাই।