abhishek-thanks-lara-yuvraj-gambhir

গত জুলাইতে ভারতীয় দলের নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে সাফল্য পেয়েছিলেন তিনি। গম্ভীরের মগজাস্ত্র টিম ইন্ডিয়াকেও সাফল্যের শিখরে পৌঁছে দেবে, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু শুরুটা ভালো হয় নি তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ বছর পর হারতে হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে টেস্ট সিরিজ। ১২ বছর পর হোম সিরিজ হাতছাড়া হয়েছে ‘মেন ইন ব্লু’র। অস্ট্রেলিয়ার মাটিতেও দিশাহারা দেখিয়েছে দল’কে। ১-৩ ফলে ভারত হেরেছে বর্ডার-গাওস্কর ট্রফি। একের পর এক ব্যর্থতা খানিক কোণঠাসা করে দিয়েছিলো ‘গুরু’ গম্ভীরকে (Gautam Gambhir)। গতকাল ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে দাপুটে জয় অক্সিজেন যোগালো তাঁকে।

Read More: টি-২০তে চোখধাঁধানো পরিসংখ্যান সূর্যকুমারের, বিরাট-ধোনি’দের পিছনে ফেললেন ‘ক্যাপ্টেন স্কাই’ !!

গম্ভীরের সাফল্যে অবদান অভিষেকের-

Abhishek Sharma | Gautam Gambhir | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ ইংল্যান্ডকে রীতিমত গুঁড়িয়ে দিলো গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া। প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টসজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের দাপটে ১৩২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। একমাত্র জস বাটলারের ৬৮ ছাড়া সফরকারী দলের জার্সিতে সফল হন নি কেউই। ১৩৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গাস অ্যাটকিনসনের এক ওভার থেকেই ২২ রান তুলে নেন তিনি। মারেন চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। তবে ২০ বলে ২৬ করে সাজঘরে ফিরেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। জোফ্রা আর্চারের শিকার হন অধিনায়ক সূর্য’ও। তাতেও অবশ্য সহজ জয় আটকায় নি ভারতের। সৌজন্যে অভিষেক শর্মা।

বাম হাতি অভিষেক (Abhishek Sharma) গতকাল ওপেন করতে নেমেছিলেন ভারতের হয়ে। আগাগোড়া বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড বা জেমি ওভারটন-কাউকেই রেহাই দেন নি পাঞ্জাবের তরুণ। পাঠিয়েছেন বাউন্ডারির ঠিকানায় অথবা আছড়ে ফেলেছেন মাঠের বাইরে। মাত্র ২০ বলে অর্ধশতকের গণ্ডী পেরোন তিনি। শেষমেশ ৩৪ বলে ৭৯ করে যখন আউট হন, তখন ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা। ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ইনিংস সাজান তিনি। অভিষেকের মোট রানের ৮৬.০৭ শতাংশ এসেছে বাউন্ডারির মাধ্যমে। যাকে এক কথায় অবিশ্বাস্য আখ্যা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গতকাল তাঁর ইনিংসের সুবাদেই ৪৩ বল বাকি থাকতেই জেতে ভারত। হাসি ফোটে কোচ গম্ভীরের (Gautam Gambhir) মুখে।

যুবরাজের হাত ধরে উত্থান অভিষেক শর্মা’র-

Yuvraj Singh and Abhishek Sharma | Image: Twitter
Yuvraj Singh and Abhishek Sharma | Image: Twitter

গতকাল ব্যাট হাতে সকলকে মোহিত করেছেন। এই সাফল্যে কোচ গম্ভীরের (Gautam Gambhir) পুরনো বন্ধু যুবরাজ সিং-এর (Yuvraj Singh) হাত দেখছে ক্রিকেটমহল। তারকা অলরাউন্ডারই ‘মেন্টর’ পাঞ্জাবের তরুণ তুর্কির। কার্যত হাতে ধরে শিখিয়েছেন বিগ হিটিং। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন যুবি। অবসরের পরেও ‘মেন ইন ব্লু’র হাত শক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। জীবনে বেড়ে ওঠার পথে একাধিক কিংবদন্তির সাহায্য যে ঋদ্ধ করেছে তাঁকে তা স্বীকার করে নিয়েছেন অভিষেক (Abhishek Sharma) স্বয়ং। গতকাল খেলা শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুব ভাগ্যবান যে কেরিয়ারের শুরুতেই আমি যুবি পাজির (যুবরাজ সিং) সাহচর্য পেয়েছি। তারপর ব্রায়ান লারা’র সাথেও ছিলাম (সানরাইজার্স হায়দ্রাবাদে)। এখন গৌতি পাজি (গৌতম গম্ভীর) রয়েছেন। প্রত্যেকেই বলেছেন খোলামনে ক্রিকেট খেলতে।”

Also Read: IND vs ENG 1st T20i: “এখানে বোলিং চ্যালেঞ্জিং…” ইডেনে ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী, আইপিএলকে কৃতিত্ব দিলেন ‘ঘরের ছেলে’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *