abhishek-rise-closed-door-for-ishan

টি-২০তে টিম ইন্ডিয়ার নয়া হার্টথ্রব অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত বছরের জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিলো তাঁর। এক বছরের মধ্যেই কুড়ি-বিশের আঙিনায় অপরিহার্য হয়ে উঠেছেন পাঞ্জাবের তরুণ। এখনও পর্যন্ত দেশের জার্সিতে মাত্র ২১টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৫.৪০ গড়ে তাঁর রান সংখ্যা ৭০৮। স্ট্রাইক রেট ১৯৭.২১। কেরিয়ারের বয়স বেশীদিন না হলেও ইতিমধ্যেই অভিষেক (Abhishek Sharma) জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে। ভারতের হয়ে সর্বোচ্চ রানের টি-২০ ইনিংস খেলার নজির রয়েছে তাঁর। এমনকি কুড়ি-বিশের ফর্ম্যাটের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক বল খেলে ৫০ ছক্কা হাঁকানোর রেকর্ড’ও আপাতত রয়েছে অভিষেকের (Abhishek Sharma) ঝুলিতেই। যে গতিতে এগোচ্ছেন তিনি, তাতে অদূর ভবিষ্যতে আরও অনেক পালক যে তাঁর মুকুটে যুক্ত হবে সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

Read More: ম্যাচ চলাকালীন ৬-০ যুদ্ধবিমান ধ্বংস করার ভঙ্গি হারিস রাউফের, পেলেন তার যোগ্য জবাব !!

উজ্জ্বল অভিষেক, অন্ধকারে ঈশান-

Abhishek Sharma and Shubman Gill | Image: Getty Images
Abhishek Sharma and Shubman Gill | Image: Getty Images

ফর্মের বিচারে এই মুহূর্তে ভারতীয় টি-২০ দলে ওপেনার হিসেবে ফার্স্ট চয়েজ অবশ্যই অভিষেক শর্মা (Abhishek Sharma India cricket news)। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বোলারদের নিয়েও কার্যত ছেলেখেলা করতে দেখা গিয়েছ তাঁকে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই যে নির্বাচকদের নোটবুকে অভিষেকের (Abhishek Sharma) নাম উঠে গিয়েছে তা বলাই বাহুল্য। দ্বিতীয় ওপেনার হিসেবে আপাতত ভারত আস্থা রেখেছে শুভমান গিলের উপর। তাঁর কাঁধে সহ-অধিনায়কত্বের বোঝাও চাপিয়েছে বিসিসিআই। আগামীতে শুভমানকে (Shubman Gill) কেন্দ্র করেই যে ভারত পরিকল্পনা সাজাতে চায় তা স্পষ্ট এই সিদ্ধান্তে। বিকল্প ওপেনার হিসেবে দৌড়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনদের মত তারকারাও।

একঝাঁক তরুণ তুর্কি’র উত্থানে খানিক ব্যাকফুটে (Ishan Kishan career in danger) ঈশান কিষণ। একটা সময় ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে মহেন্দ্র সিং ধোনি’র উত্তরসূরি মনে করা হয়েছিলো। ২০২২-২০২৩-এ সাদা বলের দুই ফর্ম্যাটেই প্রথম একাদশের নিয়মিত সদস্য’ও হয়ে উঠেছিলেন তিনি। ওয়ান ডে’তে দ্বিশতক, টি-২০তে ৬টি অর্ধশতকের সুবাদে ক্রিকেটপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছলেন ঈশান। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে ভারতীয় শিবির ত্যাগ’ই কাল হয় তাঁর জন্য। এরপর বিসিসিআই কর্তাদের সাথে ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে মনোমালিন্য হয় ঝাড়খণ্ডের তারকার। আর তিনি সুযোগ পান নি ভারতীয় দলে। টি-২০ বিশ্বকাপ বা এশিয়া কাপের (Asia Cup 2025) মত টুর্নামেন্টে বন্ধ থেকেছে দরজা। এই মুহূর্তে যে পরিমাণ প্রতিভা মজুত রয়েছে ভারতের হাতে, তাতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাও ক্ষীণ (Ishan Kishan India team future)  বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অভিষেক শর্মা’র টি-২০ পরিসংখ্যান-

ম্যাচ ২১
রান ৭০৮
গড় ৩৫.৪০
স্ট্রাইক রেট ১৯৭.২১
৫০/১০০ ০৩/০২

ঈশান কিষণের টি-২০ পরিসংখ্যান-

ম্যাচ ৩২
রান ৭৯৬
গড় ২৫.৬৭
স্ট্রাইক রেট ১২৪.৩৪
৫০/১০০ ০৬/০০

ভাগ্য’ও সঙ্গ দেয় নি ঈশান’কে-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

গত জুলাইতে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছিলো ঋষভ পন্থের। ফলে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। ওভালে পঞ্চম টেস্টটি শুরুর আগে একজন বিকল্প উইকেটরক্ষক-ব্যাটারের সন্ধানে ছিলো ‘মেন ইন ব্লু।’ নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলার জন্য সেই সময়ে ইংল্যান্ডেই ছিলেন ঈশান। তাঁর পক্ষে দলের সঙ্গে যোগ দেওয়াও সহজ হবে বলে মনে করেছিলেন বোর্ড কর্তারা। নির্বাচক প্রধান অজিত আগরকার নিজে যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু বিধি বাম। ই-বাইক দুর্ঘটনায় পায়ে চোট পাওয়ার কারণে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের সুযোগ হাতছাড়া হয় তাঁর। বিকল্প হিসেবে দেশ থেকে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য হয় বোর্ড।

Also Read: “অকারণেই তেড়ে আসছিলো…” ম্যাচের সেরা অভিষেক, খেলা শেষে শাহীন-হারিসদের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *