ভারতীয় টি-২০ দলের নবতম হার্টথ্রব অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ২১ ম্যাচ। স্বল্পদিনের মধ্যেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ৩৫.৪০ গড়ে আপাতত তাঁর সংগ্রহ ৭০৮ রান। অভিষেকের (Abhishek Sharma Career Stats) স্ট্রাইক রেট প্রায় ১৯৮, যা চমকে দিয়েছে বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই একের পর এক নজির গড়ে ফেলেছেন পাঞ্জাবের তরুণ তুর্কি। টি-২০ ইতিহাসে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি। পিছনে ফেলেছেন ইভিন ল্যুইস, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) মত তারকাকে। মাত্র ৩৩১টি ডেলিভারির মুখোমুখি হয়েই এই মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন অভিষেক। পাশাপাশি উঠে এসেছেন বিশ্বর্যাঙ্কিং-এর শীর্ষস্থানেও। বিরাট কোহলি (৯০৯) ও সূর্যকুমার যাদবের (৯১২) পর তৃতীয় ভারতীয় হিসেবে ৯০০ পয়েন্টের গণ্ডী টপকেছেন তিনি (৯০৭)।
Read More: দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !!
ওয়ান ডে’তে সুযোগ পাচ্ছেন অভিষেক-

ক্ষুদ্রতম ফর্ম্যাটে যেন ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইতিপূর্বে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে অসামান্য ব্যাটিং করেছিলেন তিনি। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2025) তিনি রয়েছেন আগুনে ফর্মে। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ২০৮.৪৩ গড়ে তাঁর ঝুলিতে ১৭৫ রান। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ধুন্ধুমার ক্যামিও খেলে সাজঘরে ফিরেছিলেন। কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে (IND vs BAN) লম্বা ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ৩৯ বলে ৭৪ করে চিরপ্রতিদ্বন্দ্বীদের রীতিমত গুঁড়িয়ে দেন বছর ২৫-এর বাম হাতি। অসামান্য ধারাবাহিকতার জন্য তাঁকে পুরষ্কৃত করতে পারে বিসিসিআই। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে জানা গিয়েছে যে ওয়ান ডে স্কোয়াডের জন্যও আলোচনায় রয়েছে অভিষেকের নাম।
লিস্ট-এ ক্রিকেটেও অভিষেকের (Abhishek Sharma List-A Stats) পরিসংখ্যান চোখ ধাঁধানো। ৬১ ম্যাচে ৩৫.৩৩ গড় ও ৯৯.২১ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪০০ রান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরানটির মালিক তিনি। ধুন্ধুমার ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন অভিষেক (Abhishek Sharma ODI selection)। নিজেকে আরও ঘষেমেজে নিতে সম্প্রতি নেটে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলনও শুরু করেছেন তিনি। ওয়ান ডে’তে তাঁর উপস্থিতি ভারসাম্য বাড়াবে স্কোয়াডের, মনে করছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ‘মেন ইন ব্লু’র। তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-২০ খেলার কথা রয়েছে ভারতের। দুই ফর্ম্যাটের স্কোয়াডেই নাম থাকতে পারে অভিষেকের।
বাদ পড়বেন কে? রয়েছে ধোঁয়াশা-

টিম ইন্ডিয়ার ফোকাসে এখন ২০২৭-এর বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে ২৭টি ওয়ান ডে খেলবে ‘মেন ইন ব্লু।’ অভিষেকদের মত তরুণ প্রতিভাদের তার মধ্যেই দেখে নিতে চান কোচ গৌতম গম্ভীর। তবে পাঞ্জাব তনয়ের অন্তর্ভুক্তিতে জায়গা হারাবেন কে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বর্তমানে ওয়ান ডে’তে ওপেনার হিসেবে ভারতের প্রথম পছন্দ শুভমান গিল (Shubman Gill)। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আসরে ইনিংসের সূচনা করতে তিনি যে মাঠে নামবেন তা স্পষ্ট। দক্ষিণ আফ্রিকায় তাঁর সঙ্গী কে হবেন তা নিয়েই আপাতত চলছে চর্চা। বিশ্বকাপের সময় রোহিত শর্মা’র বয়স দাঁড়াবে ৪০। তিনি ফিটনেস ধরে রাখতে পারেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। অভিষেকের আগমন তাই তাঁর জন্য বিদায়ের বার্তা হতে পারে বলে মনে করছেন অনেকে। যশস্বী জয়সওয়ালের ওয়ান ডে কেরিয়ারের ভবিষ্যত কি? থাকছে সেই প্রশ্নও।