Asia Cup 2025: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে নির্বিচারে নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়েছিলো পাক-মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন। মে মাসের ৭ তারিখ ভোররাতে এর পাল্টা দেয় ভারতীয় সেনা। ক্ষেপনাস্ত্র হামলায় পাক ভূখণ্ড ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো ‘অপারেশন সিঁদুর।’ ভারতের মাটিতে প্রত্যাঘাতের চেষ্টা করেছিলো পাকিস্তানের সামরিকবাহিনীও। কিন্তু ফলপ্রসূ হয় নি তারা। তাদের যাবতীয় ক্ষেপনাস্ত্র রুখতে সক্ষম হয়েছিলো ভারতের এস-৪০০ বা আকাশ তীরের মত এয়ার ডিফেন্স সিস্টেম। এমনিতে গত দুই-তিন দশকে দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। এপ্রিলের ঘটনার পর আরও তলানিতে ঠেকেছে তা। পাকিস্তানকে বয়কটের দাবী উঠেছে দেশজুড়ে।
Read More: “স্টোকস মানসম্মান খুইয়েছে…” বিস্ফোরক মহম্মদ কাইফ, ইংল্যান্ড অধিনায়ককে একহাত নিলেন ভারতীয় প্রাক্তনী !!
এশিয়া কাপ নিয়ে বিস্ফোরক অভিষেক-
বর্তমান পরিস্থিতিতে কোনো মূল্যেই এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজী হবে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা, আশাবাদী ছিলেন টিম ইন্ডিয়া সমর্থকেরা। কিন্তু হতাশ হতে হয়েছে তাঁদের। টুর্নামেন্টের যে সূচি ঘোষণা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফে সেখানে গ্রুপ পর্বে তো বটেই, সাথে শেষ চার পর্ব ও ফাইনাল মিলিয়ে মোট তিন বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ অনেকেই। ২৪ জুলাই অর্থাৎ কার্গিল বিজয় দিবসের দিন পাক ক্রিকেট প্রশাসক মহসীন নকভি’র (Mohsin Naqvi) নেতৃত্বাধীন এসিসি সূচি প্রকাশ করায় বিরক্তির পরিমাণ বেড়েছে আরও অনেকটাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন, শ্রীবৎস গোস্বামীরা ইতিমধ্যেই ভারত-পাক ম্যাচের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার একই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়’ও।
আজ এক দীর্ঘ ট্যুইটবার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দিনের পর দিন পাকিস্তানের ষড়যন্ত্রের শিকার হওয়ার পরেও ভারত যেভাবে বারবার বন্ধুত্বের হাত বাড়িয়েছে তাদের দিকে তার প্রতিবাদ করে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “পাকিস্তানের সাথে কোনো ক্ষেত্রেই ভারতের কোনো রকম সম্পর্ক রাখা উচিৎ নয়। একমাত্র যুদ্ধক্ষেত্রে দেখা হতে পারে। পাক-অধিকৃত কাশ্মীরই হতে পারে জেতার মত একমাত্র পুরস্কার।” ২৬/১১ থেকে উরি বা পুলওয়ামা-বারবার ভারতের মাটিতে জঙ্গি হামলায় নাম জড়িয়েছে পাকিস্তানের। সেদিকে ইঙ্গিত করে অভিষেক লিখেছেন, “দিনের পর দিন ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে পাকিস্তান। কিন্তু রাজনীতি ও খেলাধূলাকে আলাদা রাখার যুক্তি দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখা হয়েছে। তা এবার বন্ধ হওয়া উচিৎ।”
ট্যুইটবার্তার শেষ অংশে তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ লিখেছেন, “আমাদের তেরঙ্গা পতাকা কোনো ব্যাট বা বলের কারণে গর্বের সাথে ওড়ে না বরং তা ওড়ে আমাদের সেনাবাহিনীর সাহস ও বিক্রমের কারণে। আমরা ক্রিকেটারদের সম্মান করি, খেলাটার প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু এই দেশের সেনাবাহিনীর প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। মাঠে যখন খেলা হয় তখন যাঁদের রক্ত ঝরে। যে দেশ আমাদের সীমান্তে গুলি ছোঁড়ে তাদের সাথে হাত মেলানোটা মোটেই কূটনীতি নয়, সেটা আদতে বিশ্বাসঘাতকতা। বিনোদন নয় বরং আমাদের লক্ষ্য হওয়া উচিৎ ন্যায়বিচার। তার চেয়ে কম কিছু হলে সেটা শহীদের অপমান করা হবে। তাহলে পহলগামে যাঁরা প্রাণ হারালেন তাঁদের সাথে অবিচার ও বিশ্বাসঘাতকতা করা হবে।”
দেখুন অভিষেকের ট্যুইট-
INDIA MUST NOT ENGAGE WITH PAKISTAN in any sphere. The only engagement we should have with Pakistan is on the BATTLEFIELD and the only prize worth WINNING is Pakistan-occupied Jammu and Kashmir (PoJK).
For decades Pakistan has exported terror, bled our nation by causing…
— Abhishek Banerjee (@abhishekaitc) July 28, 2025
খেলা হোক, চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীই যখন আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মাঠে নামার বিরুদ্ধে, সেখানে উলটো সুর শোনা গেলো প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়। পহলগাম হামলার পর তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “১০০% এটা (পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন) করা উচিৎ। কঠিন সিদ্ধান্তই নেওয়া প্রয়োজন। প্রত্যেক বছর এমনটা হয়, এটা মোটেই হাসির বিষয় নয়। সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না।” কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি প্রকাশের পর ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি বলেছেন, “আমার মতে এটা (ভারত বনাম পাকিস্তান ম্যাচ) ঠিকই আছে। খেলাধূলা চলতে থাকা উচিৎ। তবে পহলগামের মত ঘটনা ঘটা উচিৎ নয়। কিন্তু খেলাধূলা চলতে থাকাই উচিৎ। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু সেটা অতীত…খেলাধূলা হওয়া উচিৎ।”
দেখুন সৌরভের সাক্ষাৎকার-
#WATCH | Kolkata: On India-Pakistan placed in the same group in the Asia Cup, former Indian cricketer Saurav Ganguly says, “I am okay. The sport must go on. At the same time Pahalgam should not happen, but the sport must go on. Terrorism must not happen; it needs to be stopped.… pic.twitter.com/Qrs17KOKrN
— ANI (@ANI) July 27, 2025