গত কয়েক মরসুম ধরেই বেশ ধারাবাহিক অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। বাংলার জার্সি গায়ে খেলেছেন একাধিক চমৎকার ইনিংস। সাম্প্রতিক কালে দুইবার যে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে বাংলা দল, তার পিছনে অন্যতম কারিগর তিনি। জায়গা করে নিয়েছেন ভারত-এ দলে। করেছেন ভারত-এ’র অধিনায়কত্ব’ও। কিন্তু কেরিয়ারের চূড়ান্ত ধাপটা অধরাই রয়ে গিয়েছে তাঁর কাছে। খেলা হয় নি সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে। ২০২২-এর বাংলাদেশ সফর বা ২০২৩-এর দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডের অংশ হলেও একাদশে সুযোগ কখনও পান নি তিনি। জুনিয়র হয়েও তাঁকে টপকে জায়গা ছিনিয়ে নিয়েছেন পাঞ্জাবের শুভমান গিল (Shubman Gill) বা মুম্বইয়ের যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। হার না মেনে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নিজেকে নিঙড়ে দিয়েছেন তিনি। অধ্যবসায়ের পুরষ্কারের প্রত্যাশায় এখনও লড়ে যাচ্ছেন অভিমণ্যু (Abhimanyu Easwaran)।
Read More: ৪, ৪, ৪, ৬, ৬, ৬…জ্বলে উঠলেন মার্টিন গাপ্টিল, লেজেন্ডস লীগে আতসবাজি কিউই তারকা’র ব্যাটে !!
টানা তিন শতরান অভিমণ্যু’র-
দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। দলীপ ট্রফিতে (Duleep Trophy) তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিলো ভারত-বি দলের অধিনায়কত্বের দায়িত্ব। ট্রফি জেতে নি তাঁর দল। কিন্তু ব্যাট হাতে ক্রিকেটমহলের মন জিতে নিয়েছেন তিনি। টুর্নামেন্টের শুরুটা ভালো হয় নি তাঁর। ভারত-এ’র বিরুদ্ধে দুই ইনিংসে আউট হয়েছিলো ১৩ ও ৪ রানে। সেই ব্যর্থতা যে ব্যতিক্রম ছিলো তার প্রমাণ মেলে দ্বিতীয় ম্যাচে। ভারত-সি’র বিপক্ষে আসে অপরাজিত ১৫৭ রানের ইনিংস। প্রতিপক্ষের তোলা ৫২৫-এর জবাবে ব্যাট করতে নেমে একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন ভারত-বি দলের অধিনায়ক। ৩৩২ রানে থেমেছিলো ভারত-বি দলের ইনিংস। প্রায় অর্ধেক রান এসেছিলো অভিমণ্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) ব্যাট থেকেই। ভারত-ডি’র বিরুদ্ধেও ১১৬ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি।
শতরানের হ্যাট্রিক এলো ইরানী কাপের (Irani Cup) ম্যাচে। লক্ষ্ণৌর মাঠে অবশিষ্ট ভারতের জার্সিতে অভিমণ্যু খেলছেন রঞ্জি জয়ী মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ৫৩৭ তুলেছে রঞ্জি জয়ীরা। দ্বিশতক করেছেন সরফরাজ খান। জবাবে ব্যাট করতে নেমে অবশিষ্ট ভারত লড়াই করছে অভিমণ্যু’র (Abhimanyu Easwaran) উইলোতেই। ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ’রা ফিরেছেন সাজঘরে। প্রতিবেদন লেখার সময় অবধি বাংলার ক্রিকেটার অপরাজিত ১৬৮ বলে ১২৩ রানে। ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। এক দশক বিস্তৃত কেরিয়ারে খেলেছেন ১০০’র কাছাকাছি ফার্স্ট ক্লাস ম্যাচ। রয়েছে ৭০০০-এর বেশী রান। গড়’ও প্রায় পঞ্চাশ। ইতিপূর্বে ধারাবাহিকতা দেখিয়েও টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়ায় বারবার ব্রাত্য থেকেছেন তিনি। আগামীতে তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ুক, চাইছেন বিশেষজ্ঞরা।
ঋতুরাজ’কে তৃতীয় ওপেনার চাইছে দল-
দলীপ ট্রফি, ইরানী ট্রফিতে যতই রান করুন অভিমণ্যু ঈশ্বরণ, টিম ইন্ডিয়ার ‘পেকিং অর্ডারে’ এখনও অবধি অনেকটাই পিছনের দিকে তিনি। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে প্রথম দুই পছন্দ অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়ক রোহিত’কে ছাড়া দল কল্পনা করা যায় না আর ফর্মে থাকা যশস্বীকে এক্ষুণি বাদ দেওয়ার কোনো সুযোগও নেই নির্বাচকদের সামনে। ফলে ওপেনিং স্লটে জায়গা করে নেওয়া বেশ কঠিন।
সূত্রের খবর তৃতীয় ওপেনিং বিকল্প হিসেবেও বঙ্গ ক্রিকেটার নয়, বরং নির্বাচকদের পছন্দ ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। নভেম্বরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে দল, সেখানে ঋতুরাজকে সুযোগ দেওয়া হবে বলে চলছে কানাঘুষো। সেই কারণেই সাদা বলের ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে তাঁকে। নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে লাল বলের টুর্নামেন্টগুলিতে। দলীপ ও ইরানী কাপে ভালো খেলেও আপাতত তাই বাইরেই থাকতে হচ্ছে অভিমণ্যুকে।