অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছিলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। মনে করা হয়েছিলো যে পার্থ-এ রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে টেস্ট অভিষেক হবে তাঁর। কিন্তু শিকে ছেঁড়ে নি ভাগ্যে। বসতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। অপটাস স্টেডিয়ামে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ইনিংসের সূচনা করেছিলেন কে এল রাহুল। এরপর অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনিতেও আর সুযোগ পান নি অভিমন্যু (Abhimanyu Easwaran)। দেশে ফিরে অংশ নেন বিজয় হাজারে ট্রফিতে। হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে অবশ্য দাগ কাটতে পারেন নি। মাত্র ১০ রানেই ফিরেছিলেন সাজঘরে। আশা ছিলো রঞ্জি ট্রফির আগামী ম্যাচগুলিতে ফর্মে ফিরবেন তিনি কিন্তু ফের একবার স্বপ্নভঙ্গই হলো অভিমন্যু’র (Abhimanyu Easwaran)। চোট পেয়ে ছিটকে গেলেন ক্রিকেটের বাইশ গজ থেকে।
Read More: IPL 2025: জল্পনাতেই পড়লো সিলমোহর, ঋষভ পন্থকেই অধিনায়ক বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
চোট পেয়েছেন বাংলার ওপেনার-
রঞ্জি ট্রফির গ্রুপ-সি’তে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ১৪। আগামী ২৩ তারিখ থেকে কল্যাণীর মাঠে অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলদের (Abishek Porel) প্রতিপক্ষ হরিয়ানা। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে তারা। নক-আউট পর্বে পা রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাকে। হোম অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও মাঠে নামার আগেই বেশ ব্যাকফুটে দুই বারের রঞ্জি চ্যাম্পিয়নরা। নেপথ্যে ওপেনার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) চোট। বিসিসিআই-এর এক সূত্র সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে (TOI) জানিয়েছে যে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলার সময় আহত হয়েছেন তিনি। চিড় ধরেছে অভিমন্যুর হাতের আঙুলে। হরিয়ানার বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই তাঁর।
৩০ তারিখ থেকে পাঞ্জাবের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলা। সেখানেও অভিমন্যুর (Abhimanyu Easwaran) খেলার সম্ভাবনা নেই বলেই মনে করছে ক্রিকেটমহল। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং বিভাগের অন্যতম ভরসাকে হারিয়ে স্বভাবতই হতাশ বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আঙুলে চোট লেগেছে অভিমন্যুর। আগামী ম্যাচে খেলা হচ্ছে না। বাংলা নক-আউটে উঠলে হয়ত পাওয়া যাবে ওকে।” জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ফলে রঞ্জির পরবর্তী ম্যাচগুলিতে পেস তারকাকেও পাবে না বাংলা। তবে থাকছেন মুকেশ কুমার (Mukesh Kumar) ও আকাশ দীপ (Akash Deep)। অভিমন্যুর (Abhimanyu Easwaran) অনুপস্থিতিতে হয়ত হরিয়ানা ও পাঞ্জাবের বিরুদ্ধে ওপেনার হিসেবে দেখা যাবে সুদীপ চট্টোপাধ্যায় ও শুভম দে।
অভিমন্যু ঈশ্বরণের কেরিয়ার পরিসংখ্যান-
ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফর্মার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ইতিমধ্যে ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৪৮.৮৭ গড়ে তাঁর সংগ্রহ ৭৬৭৪ রান। রয়েছে ২৭টি শতরান ও ২৮টি অর্ধশতক’ও। বাংলা এবং ভারত-এ দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দুইবার খেলেছেন রঞ্জি ট্রফির ফাইনাল। লিস্ট-এ ক্রিকেটে বাংলার জার্সিতে ৮৯টি ম্যাচে অভিমন্যুর (Abhimanyu Easwaran) সংগ্রহ ৩৮৫৭ রান। গড় ৪৭.০৩। শতকের সংখ্যা ৯, অর্ধশতক ২৩টি। কুড়ি-বিশের ক্রিকেটে তিনি মাঠে নেমেছেন ৩৭টি ম্যাচে। ৩৭.৫৩ গড় ও ১২৮.৫৯ স্ট্রাইক রেটে করেছেন ৯৭৬ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটেও একটি শতরান রয়েছে তাঁর। পঞ্চাশের মাইলস্টোন পেরিয়েছেন ৫ বার।