আইপিএল (IPL 2025) ক্রিকেটের অন্যতম মঞ্চ হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌছে গেছে। এই টুর্নামেন্টের অন্যতম সফল দল হলো চেন্নাই সুপার কিংস (CSK) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। এই দুই দল এখনও পর্যন্ত ৫ বার করে ট্রফি জয় করেছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটার থাকলেও দীর্ঘদিন তারা চ্যাম্পিয়ন হতে না পেরে সমালোচনার মুখে পড়েছিল। এই বছর রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় ভক্তদের। আরসিবি প্রথমবারের মতো ট্রফি জয় করে নিজেদের প্রমাণ করেছে। আগামী বছরের জন্য এবার প্রাক্তন এই তারকা ব্যাঙ্গালুরুতে ফিরতে চলেছেন।
Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!
RCB’তে এবি ডিভিলিয়ার্স-

আইপিএলে (IPL 2025) বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে চলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ক্রিস গেল (Chris Gayle) এবং এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) মতো তারকা ক্রিকেটারকে অংশগ্রহণ করতে দেখা গেছে। ২০১১ সাল থেকে টানা ২০২১ সাল পর্যন্ত আরসিবি দলের অংশ ছিলেন ডিভিলিয়ার্স। এই দলের হয়ে এই প্রোটিয়া কিংবদন্তি গড়েছেন একের পর একের পর রেকর্ড। এই বছর বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার সময় মাঠে উপস্থিত ছিলেন তিনি।
এই দলের প্রতি তার আবেগ এখনও একই রকম রয়েছে। সম্প্রতি এক আলাপচারিতায় আবারও আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “আমি হয়তো আবারও আইপিএলের সঙ্গে অন্য ভূমিকায় যুক্ত হতে পারি। তবে বর্তমানে আমার পেশাদার হিসেবে সম্পূর্ণ মরসুম সঙ্গে থাকা কঠিন বিষয়। তবুও আরসিবির (RCB) সঙ্গে আমার হৃদয় সবসময় মিশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই যদি দলের কর্মকর্তারা মনে করেন আমায় কোচ বা মেন্টর হিসাবে জায়গা দেওয়া যায় তাহলে সেই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।”
RCB’এর ট্রফি জয়-

এই বছর আইপিএলে (IPL 2025) আরসিবির মেন্টর হিসেবে যোগদান করেন দিনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি দীর্ঘদিন ধরে এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অন্যদিকে বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হিসেবে রজত পাটিদারকে (Rajat Patidar) দলে নিয়ে আসা হয়। তার নেতৃত্বে প্রথম থেকেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যায় এই দলটি। ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে বেঙ্গালুরু।
দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ১৫ ম্যাচে ৬৫৭ রান সংগ্রহ করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৮ টি অর্ধশতরান। বল হাতে জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ২২ উইকেট তুলে নিয়ে বিপক্ষদের ত্রাস হয়ে উঠেছিলেন। এর ফলে এই বছর আরসিবি ফাইনালে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় বিরাট কোহলির (Virat Kohli) দল। প্রথমবারের মতো ট্রফি জয় করে ইতিহাস তৈরি করে তারা।