aakash-worried-about-rohit-kohlis-form

আতসকাঁচের নীচে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পারফর্ম্যান্স। বয়স কি শেষে থাবা বসালো তাঁদের ক্রিকেটীয় দক্ষতায়? সাম্প্রতিক কয়েকটি সিরিজে দুই মহাতারকাকে বারবার ব্যাট হাতে সমস্যায় পড়তে দেখে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাথায়। জুনের টি-২০ বিশ্বকাপ জয়ের পর দিনকয়েকের বিশ্রাম পেয়েছিলেন রোহিত (Rohit Sharma) এবং বিরাট দুজনেই। মাঠে ফেরেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে। কলম্বোতে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁদের। বাংলাদেশের বিপক্ষেও জুটেছে ব্যর্থতা। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও (IND vs NZ) চূড়ান্ত হতাশ করেছেন তাঁরা। বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে তিনটি টেস্টের ছয় ইনিংস মিলিয়ে রোহিত করেছেন মাত্র ৯৩ রান। বিরাটের (Virat Kohli) সংগ্রহ ৯১। দুজনেই বেঙ্গালুরুতে একটি করে অর্ধশতক করেছেন। সেই ইনিংস দুটি বাদ দিলে বাকি সিরিজে আরও হতশ্রী দেখাবে তাঁদের পরিসংখ্যান।

Read More: ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ জয় শাহের, সচিব পদে এন্ট্রি নিচ্ছেন তাঁরই এক ঘনিষ্ট !!

ক্রমেই নীচের দিকে নামছে পারফর্ম্যান্সের গ্রাফ-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

অফ ফর্মের কাঁটায় বিদ্ধ রোহিত (Rohit Sharma) এবং বিরাট (Virat Kohli)। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে বেশ নড়বড়ে দেখাচ্ছে দুজনকেই। বিষয়টি স্পষ্ট হয় দুই মহাতারকার পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন কোহলি। তখন স্পিনের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ছিলো ১১১’র কাছাকাছি। তা ২০২০’র পর কমে দাঁড়িয়েছে ৩৩.৫৭-এ। ২০১৩-১৯ সময়কালের মধ্যে রোহিত শর্মা’র (Rohit Sharma) স্পিনের বিরুদ্ধে টেস্টে গড় ছিলো ৫১। তাও কমে গিয়েছে অনেকটাই। গত পাঁচ বছরে ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ২৮.৯২। বিরাট শেষবার রঞ্জি ট্রফি খেলেছেন ২০১২তে, রোহিত খেলেছেন ২০১৫তে। এত দীর্ঘ সময় প্রথম শ্রেণির ক্রিকেট না খেলাই স্পিনের বিরুদ্ধে তাঁদের এতখানি দুর্বল করে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের অধিকাংশের।

বিরাট কোহলির (Virat Kohli) শেষ টেস্ট শতরানটি এসেছে ২০২৩-এ। আহমেদাবাদের নির্বিষ পিচে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রোহিত শেষ টেস্ট শতরান করেছেন চলতি বছরের গোড়ার দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে। এর পর থেকে লাল বলের ফর্ম্যাটে টানা রান খরার সম্মুখীন দুজনেই। কোহলি আজ পা দিলেন ৩৬-এ। রোহিতের (Rohit Sharma) বয়স পেরিয়েছে ৩৮-এর গণ্ডী। এখন আদৌ তাঁদের সামনে ছন্দে ফেরার জন্য যথেষ্ট সময় রয়েছে কিনা তা নিয়েই সন্দিহান অনেকে। সূত্রের খবর আসন্ন অস্ট্রেলিয়া সফরে ফলাফল আশানুরূপ না হলে স্কোয়াডে বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে বিসিসিআই। ছাঁটাইয়ের তালিকায় থাকতে পারেন রোহিত বা বিরাট’ও। তাঁদের সাম্প্রতিক ফর্ম যে উদ্বেগজনক তা নিজের ইউটিউব ভিডিওতে স্বীকার করে নিয়েছেন প্রাক্তনী আকাশ চোপড়াও (Aakash Chopra)।

দুই তারকাকে নিয়ে বিচলিত আকাশ-

Aakash Chopra | Image: Twitter
Aakash Chopra | Image: Twitter

কিউই সিরিজের ময়নাতদন্ত করতে বসে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে রোহিত-বিরাটের অফ ফর্ম’কে চিহ্নিত করেছেন আকাশ (Aakash Chopra)। তিনি বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা’র জন্য এটাই কি শেষের শুরু? ঘরের মাঠে টেস্ট সিরিজের পরিসংখ্যান আপনার সামনে রয়েছে, আর সেই সংখ্যাগুলো ভয় ধরানোর জন্য যথেষ্ট। যদি এই সংখ্যাগুলোও আপনাকে উদ্বিগ্ন না করে তাহলে হয় আপনি চোখে কাপড় বেঁধে রয়েছেন, অথবা এদিকে দেখতে চাইছেন না। এই সংখ্যাগুলো কখনই বিরাট কোহলি বা রোহিত শর্মা’র হতে পারে না। আপনি ওকে ওদের নিজেদের উঁচু মানদণ্ডে বিচার করছেন না। সাধারণ মানের একজন ওপেনার বা চার নম্বর ব্যাটারের সাথে তুলনা করলেও এই রান যথেষ্ট নয়।” বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। সেখানেও তাঁদের ফর্ম সমস্যায় ফেলতে পারে দল’কে, মনে করছেন আকাশ।

Also Read: সম্মানহানির আগেই নেতৃত্ব ছাড়ছেন রোহিত শর্মা, নিচ্ছেন টেস্ট থেকে অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *