"হাততালি দেওয়ার কিছু নেই..", অজিদের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রাক্তন তারকার !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দল বাদ পড়েছে। এর সঙ্গেই এই দেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান আসন্ন ২০ ওভারের মহাযুদ্ধ বয়কট করতে পারে জল্পনা তৈরি হয়েছে। পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) খুব তাড়াতাড়ি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এর মধ্যেই সালমান আলী আগাকে (Salman Ali Agha) সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। টুর্নামেন্টের আগে এই দলটি অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে। ৮ বছর পর অজি বাহিনীদের হারানোর পর অভিনন্দন জানান স্বয়ং প্রধানমন্ত্রী। এবার এই মন্তব্য ট্রোলের মুখে পড়েছে।

Read More: শেষ ম্যাচে পুরো বদলে যাচ্ছে একাদশ, ‘ভুয়ো’ আহত ঈশান সহ আইয়ারের হচ্ছে এন্ট্রি !!

ঘুরে দাঁড়িয়েছে পাক বাহিনী-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। অজিদের একাদশে প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), টিম ডেভিড (Tim David), জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) মতো তারকা ক্রিকেটাররা ছিলেন না। তিনজন ক্রিকেটার অভিষেক করেন। কার্যত হলুদ বাহিনীদের ‘বি’ টিমের বিপক্ষে বাবর আজমরা (Babar Azam) মাঠে নেমেছিল। ম্যাচে পাক বাহিনীদের হয়ে প্রথম ইনিংসে সাইম আইয়ুব (Saim Ayub) ৪০ রান এবং সালমান আলি (Salman Ali Agha) ৩৯ রান করেন।

এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে পৌঁছায়। ফলে ২২ রানে জয় ছিনিয়ে নেয় পাক বাহিনী। ৮ বছর পর অজি বাহিনীদের বিরুদ্ধে কোনো টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল তারা। ফলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) থেকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) বাবর আজমদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ-

পাকিস্তান
Pakistan Team | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি লেখেন, “প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের দুরন্ত পারফর্মেন্সের জন্য অভিনন্দন জানাচ্ছি। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং পুরো দলের প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই। জাতির জন্য এটা গর্বের মুহূর্ত।” এই মন্তব্যকে শেয়ার করে কটাক্ষ করছেন নেটিজেনরা।

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) রীতিমতো ট্রোল করেছেন। তিনি শেহবাজের পোস্টটি শেয়ার করে লেখেন, “আমি যথাযথ সম্মানের সাথে বলছি এটা অস্ট্রেলিয়ার বি দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। অনেক প্রধান ক্রিকেটার এই সিরিজ খেলছেন না। আর ১৭০ রানের ম্যাচে ২০ রানের জয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। তারা বিশাল কিছু করেনি।”

Read Also: বিশ্বকাপের আগে বড় চমক, টিম ইন্ডিয়ার মেন্টর ভূমিকায় রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *