ashwin-bumrah-jadeja-under-pressure

IND vs ENG: সাদা বলের দুই ফর্ম্যাটে সাম্প্রতিক অতীতে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। টি-২০তে গত বছর বিশ্বকাপ জিতেছে। দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও তাদের পারফর্ম্যান্স চমকপ্রদ। একদিনের ক্রিকেটেও মাসখানেক আগেই জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টেস্টে দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। ঘরের মাঠে ০-৩ ফলে হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সফরেও বিশেষ সুবিধা করতে পারে নি গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দল। ১-৩ ফলে হেরে হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। সামনেই রয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ (IND vs ENG)। লাল বলের খেলায় সাম্প্রতিক বিপর্যয় কাটিয়ে উঠতে মরিয়া ‘মেন ইন ব্লু।’ সদ্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মত মহাতারকা। তাঁদের ছাড়াই ইংল্যান্ডের চ্যালেঞ্জ সামলাতে হবে ভারতীয় দল’কে (Team India)।

Read More: IPL 2025 RCB vs KKR Match Preview: প্লে-অফের দরজায় কড়া নাড়ছে বেঙ্গালুরু, স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টায় কলকাতা !!

একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া-

Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্যাচটি রয়েছে হেডিংলেতে। এরপর যথাক্রমে এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টার ও ওভালে মুখোমুখি হবে দুই শিবির। বিসিসিআই এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করে নি। তবে হেডিংলেতে কারা নামতে পারেন ভারতীয় (Team India) জার্সি গায়ে তার আভাস দিয়েছেন প্রাক্তন ওপেনার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra)। শুরুতেই তিনি রেখেছেন যশস্বী জয়সওয়ালকে। ভারত-এ’র জার্সি গায়ে ইংল্যান্ড-এ’র বিরুদ্ধেও খেলবেন তিনি। প্রস্তুতি সারতে অংশ নেবেন ইন্ট্রা-স্কোয়াড ম্যাচেও। রোহিত (Rohit Sharma) সরে দাঁড়ানোয় দ্বিতীয় ওপেনার কে হবেন তা নিয়ে কৌতূহল ছিলো। সেই শূন্যস্থান পূরণের জন্য আকাশ বেছে নিয়েছেন কে এল রাহুলকে (KL Rahil)। অস্ট্রেলিয়া সিরিজেও কয়েকটি ম্যাচে ওপেন করেছিলেন কর্ণাটকের ক্রিকেটার।

তিন নম্বরে আকাশ চোপড়ার পছন্দ সাই সুদর্শন (Sai Sudharsan) অথবা দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। ঘরোয়া ক্রিকেটে দু’জনেই অনবদ্য পারফর্ম করেছেন। তবে এই মুহূর্তে ‘আহত’ দেবদত্ত। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন সাই’ই। বিরাট কোহলির (Virat Kohli) অবসরের পর ফাঁকা হয়েছে ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশনটিও। ‘কিং’ কোহলির উত্তরসূরি হিসেবে আকাশ চোপড়ার পছন্দ শুভমান গিল (Shubman Gill)। তাঁকেই চারে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী। পাঁচ ও ছয়ে আকাশ রেখেছেন যথাক্রমে ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি’কে। সাতে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন জাদেজা (Ravindra Jadeja)। পেস ব্যাটারির ধার বাড়াতে থাকছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। চতুর্থ ফ্রন্টলাইন পেসার হিসেবে আকাশ চাইছেন হয় শার্দুল ঠাকুর অথবা দীপক চাহারকে।

আকাশের পছন্দের একাদশ-

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন/দেবদত্ত পাডিক্কাল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

শুভমান গিল পেতে পারেন নেতৃত্ব-

Shubman Gill and Rishabh Pant | Image: Getty Images
Shubman Gill and Rishabh Pant | Image: Getty Images

রোহিত শর্মা’র অবসরের পর ভারতীয় টেস্ট দলের (Team India) অধিনায়কের সিংহাসনটিও আপাতত শূন্য। সংবাদমাধ্যম সূত্রে খবর যে পূর্ণ সময়ের অধিনায়ক হওয়ার দৌড়ে নেই জসপ্রীত বুমরাহ। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখে নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় কোনো দায়িত্ব তারকা পেসারকে দিতে রাজী নয় ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। বরং কে এল রাহুল, শুভমান গিল ও ঋষভ পন্থের নাম নিয়ে চলছে আলোচনা। কর্মকর্তাদের প্রথম পছন্দ এই মুহূর্তে পাঞ্জাবের শুভমান’ই (Shubman Gill)। ইতিমধ্যেই তিনি নাকি হেড কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকারের সাথে ইংল্যান্ড সফরের স্কোয়াড নির্বাচনের ব্যাপারে আলোচনাও সেরেছেন। দিনকয়েকের মধ্যেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে তাঁর নাম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে উইকেটরক্ষক ঋষভ পন্থকে।

Also Read: IPL 2025: মাত্র ২ ম্যাচ খেলার জন্য ৬ কোটি টাকা, দিল্লিকে ফকির করবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *