aakash-chopra-on-nitish-reddys-injury

ভারতীয় জার্সিতে কেরিয়ারের শুরুটা চমৎকার করেছেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। বিশাখাপত্তনমের ২১ বর্ষীয় অলরাউন্ডার প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন গত বছর বাংলাদেশের বিরুদ্ধে। টি-২০তে একটি ধুন্ধুমার অর্ধশতক করে জাত চিনিয়েছিলেন তিনি। এরপর কোচ গম্ভীরের জোরাজুরিতে তাঁকে অস্ট্রেলিয়াগামী স্কোয়াডেও রেখেছিলেন নির্বাচকেরা। সেই সময় অনেক কথা উঠেছিলো তাঁর জায়গা পাওয়া নিয়ে। অনভিজ্ঞ নীতিশ (Nitish Kumar Reddy) আদৌ অজি চ্যালেঞ্জ সামলাতে পারবেন? নিশ্চিত ছিলেন না বিশেষজ্ঞরা। কিন্তু নিজের পারফর্ম্যান্স দিয়েই সকলকে চমকে দেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যাট হাতে তরুণ তুর্কি হয়ে উঠেছিলেন অন্যতম ভরসার মুখ। মেলবোর্নে একটি দুরন্ত শতরান’ও করেন তিনি। ভারত ১-৩ সিরিজ হারলেও অস্ট্রেলিয়া সফর নিঃসন্দেহে পায়ের তলার মাটি শক্ত করেছে নীতিশের।

Read More: ৬, ৬, ৬, ৬, ৬…ধাওয়ানের ধুন্ধুমার ব্যাটিং-এ ধরাশায়ী প্রোটিয়া শিবির, একদিনের ম্যাচে করলেন দ্বিশতক !!

নীতিশের চোট নিয়ে চিন্তায় আকাশ-

Nitish Kumar Reddy | Image: Getty Images
Nitish Kumar Reddy | Image: Getty Images

নতুন বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডেও নীতিশকে (Nitish Kumar Reddy) রেখেছিলেন অজিত আগরকাররা। ইডেনে প্রথম ম্যাচটিতেও অংশও নেন তিনি। কিন্তু ছন্দপতন ঘটে দ্বিতীয় ম্যাচের আগে। চেপকে অনুশীলন করার সময় আহত হন তিনি। বিসিসিআই-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সাইড স্ট্রেন রয়েছে নীতিশের (Nitish Kumar Reddy)। চলতি সিরিজে তাঁর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই। বরং বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে তাঁকে। সেখানকার চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন। কতদিন মাঠের বাইরে থাকতে হবে এখনও পরিষ্কার নয়। তবে তরুণ ক্রিকেটারের কেরিয়ারের শুরুতেই এহেন চোট কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কেন হঠাৎ চোটের কবলে নীতিশ (Nitish Kumar Reddy)? চলছে কাটাছেঁড়া।

একটি ইউটিউব ভিডিওতে বিশাখাপত্তনমের অলরাউন্ডারের চোটের ব্যাপারে মুখ খুলেছেন প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। বলেন, “নীতিশ কুমার রেড্ডি সম্পূর্ণ সিরিজ থেকে ছিটকে গিয়েছে। আপনার মনে প্রশ্ন আসবেন যে ‘কি হয়ে থাকতে পারে?’ আমার মনে প্রশ্ন জাগছে যে ‘এটা কি করে হয়ে থাকতে পারে?’ যখন আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তার ওয়ার্কলোড সম্পূর্ণ আলাদা। ওয়ার্কলোড ও চাপে একে অপরের সাথে সম্পৃক্ত। ও অস্ট্রেলিয়াতে পাঁচটা টেস্ট খেলেছে। সেখানে ভালো পারফর্ম করেছে। সবসময় মাঠে ছিলো। ব্যাটিং করেছে, বোলিং করেছে। সেটাই ওকে আহত করেছে। ও বয়সে তরুণ হতে পারে, কিন্তু কখনও কখনও শরীর লম্বা সময় সঙ্গ দিতে পারে না। তখন চোট-আঘাত লাগে হয়ত ওর শরীর এই চাপ আর ওয়ার্কলোডের জন্য তৈরি ছিলো না। তাই ভেঙে পড়েছে।”

বিকল্প খুঁজে নিলো বিসিসিআই-

Nitish Kumar Reddy and Rinku Singh | Image: Getty Images
Nitish Kumar Reddy and Rinku Singh | Image: Getty Images

তড়িঘড়ি নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) বিকল্প খুঁজে নিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিশাখাপত্তনমের তারকার বদলে শিবম দুবে (Shivam Dube) যোগ দেবেন টিম ইন্ডিয়াতে। মুম্বইয়ের পেস বোলিং অলরাউন্ডার গত জুনে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের অংশ ছিলেন। খেলেছেন জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা সিরিজ’ও। সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে জোড়া শূন্য করার পরও ক্ষুদ্রতম ফর্ম্যাটে ফেরানো হলো তাঁকে। ইংল্যান্ড সিরিজের মাঝপথে নীতিশের মতই চোটের কবলে রিঙ্কু সিং’ও (Rinku Singh)। ইডেন গার্ডেন্সে ফিল্ডিং করার সময় কোমরের পেশীতে টান লেগেছে তাঁর। দ্বিতীয় ও তৃতীয় টি-২০ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর বদলে চেন্নাই ও রাজকোটের স্কোয়াডে যোগ করা হয়েছে রমনদীপ সিং-কে। সবকিছু ঠিকঠাক থাকলে পুনেতে মাঠে ফিরতে পারেন রিঙ্কু। খেলবেন মুম্বইতে শেষ ম্যাচটিও।

Also Read: ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন রবিচন্দ্রন অশ্বিন, ১৫ বছরের ক্যারিয়ারে পেলেন যোগ্য সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *