২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছেন কে এল রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়েছিলো টেস্ট অভিষেক। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই শতরান করে দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। এরপর ২০১৬ সালে ওডিআই ও টি-২০ খেলেন। যত সময় এগিয়েছে, ততই নিজেকে প্রমাণ করেছেন তিনি। ৫০ টেস্টে তাঁর সংগ্রহে এখন ২৮৬৩ রান। একদিনের ক্রিকেটে প্রায় ৫০ গড়ে তিনি করেছেন ৭৭ ম্যাচে ২৮৫১ রান। কুড়ি-বিশের খেলায় দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭২টি ম্যাচে। দুটি শতরান, ২২ অর্ধশতক-সহ রান সংখ্যা ২২৬৫। গত দশকে টিম ইন্ডিয়ার অন্যতম দাপুটে পারফর্মার হয়েও যে সম্মান বা কৃতিত্ব তাঁর প্রাপ্য তা যেন পান না রাহুল (KL Rahul), থেকে যান পর্দার আড়ালেই। মহাতারকাদের ভীড়ে স্পটলাইট কেড়ে নেওয়া কঠিন তাঁর পক্ষে, মনে করছেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
Read More: বাংলাদেশের এই ক্রিকেটারের থেকে সাবধান থাকতে হবে ভারত’কে, একাই বদলে দিতে পারেন ম্যাচের মোড় !!
রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন আকাশ চোপড়া-
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। সেখানে কে এল রাহুল (KL Rahul) ও তাঁর কেরিয়ারের ওঠানামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে শোনা গিয়েছে তাঁকে। কর্ণাটকের ক্রিকেটারের প্রতিভা সম্পর্কে কোনো রকম দ্বিধা নেই কারও মনে। তবুও মাঝেমধ্যে কেনো তাঁকে ছেঁটে ফেলা হয় দল থেকে, কেনই বা তাঁর উপর নিয়মিত আস্থা দেখানো থেকে বিরত থাকেন কোচেরা? উত্তর দিয়েছেন আকাশ। বলেন, “আমার ব্যক্তিগত ভাবে খেলোয়াড় হিসেবে কে এল রাহুলকে বেশ ভালো লাগে। ওকে রান করে যেতে হবে। যদি ও রান করতে থাকে, তাহলেই একমাত্র সামনে এগিয়ে যেতে পারবে। ওর এমনই ভাগ্য যে ওকে রোহিত শর্মা বা বিরাট কোহলির ছায়ায় ঢাকা পড়েই থাকতে হবে। ওরাই বড় নাম। আমি মনে করি রাহুল খুবই প্রতিভাবান, খুবই দক্ষ।”
রাহুলকে (KL Rahul) নিয়ে নির্বাচকরা যে ধৈর্য্যশীল নন, তা স্পষ্ট করে দিয়েছেন আকাশ (Aakash Chopra)। বলেন, “ও যতদিন রান করবে, ততদিনই খেলার সুযোগ পাবে। যদিও দল ওর প্রতিভার কদর করে, তাও দ্রুত ওর বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি করা হয় ভারতীয় ক্রিকেটে। অনেকেই ওর পিছনে পড়ে যায়।” রাহুলের পাশের দাঁড়িয়ে ‘সমব্যথী’ আকাশের মন্তব্য, “ওর যে দক্ষতা বা পরিসংখ্যান রয়েছে তা যে পরিমাণ সুযোগ ওর প্রাপ্য তা অবশ্যই ও পাবে না। যদি আমার হাতে থাকত, তাহলে অবশ্যই সেটা ওকে দিতাম, কারণ ও অনেক রান করেছে, কঠিন পরিস্থিতিতে রান করেছে।” বাংলাদেশের বিরুদ্ধে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার কথা রয়েছে কে এল রাহুলের (KL Rahul)। তাঁর আগে প্রাক্তন ওপেনারকে পাশেই পাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক।
দেখে নিন আকাশের সম্পূর্ণ মন্তব্য-
বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন রাহুল-
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ষোল সদস্যের যে স্কোয়াড ঘোষিত হয়েছে সেখানে নাম নেই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। পাঁচ নম্বরে ব্যাট করার দৌড়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও সরফরাজ খান। তরুণ সরফরাজের তুলনায় আপাতত অভিজ্ঞ রাহুলকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। সংবাদসংস্থা PTI-কে তেমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা। তিনি স্পষ্ট করেছেন যে চেন্নাইয়ে প্রথম একাদশে দেখা যাবে কর্ণাটকের তারকাকেই।
সাক্ষাৎকারে জানিয়েছেন, “…নিজের শেষ তিনটে টেস্টের মধ্যে কে এল (রাহুল) দক্ষিণ আফ্রিকায় একটা শতরান করেছেন। সাম্প্রতিক সময়ে যা অন্যতম সেরা একটা টেস্ট ইনিংস। চোট পাওয়ার আগে হায়দ্রাবাদে শেষ যে টেস্টটা খেলেছিলো, সেখানেও ৮৬ রান করেছিলো। ওকে বাদ দেওয়া হয়, বরং ও আহত হয়েছিলো। এখন ও ফিট ও মাঠে নামার জন্য প্রস্তুত। দলীপ ট্রফিতে একটা অর্ধশতক’ও করেছে। ম্যাচ টাইম পেয়েছে। (বাংলাদেশের বিরুদ্ধে) ও’ই সুযোগ পাবে।”