বয়স বাড়লেও ফিটনেসের দিক থেকে এখনও যৌবন এমএস ধোনি (MS Dhoni)। প্রাক্তন ভারত অধিনায়ক রিতিমতন সাফল্যের শিখরে রয়েছেন। তার অধীনে টিম ইন্ডিয়া ৩ টি আইসিসি ইভেন্ট জিতেছে যা একটি বিশ্ব রেকর্ড, ভারতীয় দলের হয়ে শুধু নয় চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে ২ বার চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি ও ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি চেন্নাইয়ের মানুষজন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) স্নেহের সাথে “থালা” অর্থাৎ ‘নেতা’ হিসেবে অভিবাদন করে থাকে। তবে এবার ধোনির কারণেই দিল্লির এক পড়ুয়াকে সাসপেন্ড করলো তার স্কুল বোর্ড।
আরও পড়ুন- শাহরুখের ৫৮তম জন্মদিনের পার্টিতে সব আলো কাড়লেন MS Dhoni, মুহূর্তে ছবি হল ভাইরাল !!
‘থালা’র জন্য পড়তে হলো বিপাকে

পরিসংখ্যান এবং প্রশংসার বাইরে, এমএস ধোনির (MS Dhoni) প্রভাব লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিস্তৃত। চেন্নাই সুপার কিংস (CSK) ভক্তরা এবং ধোনি ভক্তরা তাকে “থালা” বলে উল্লেখ করে, ফলে এক শব্দটি একটি শ্রদ্ধার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গত আইপিএলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (GT) দলকে হারিয়ে পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে আইপিএলের পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষা করছে এবং সকলের চোখ এখন এমএস ধোনির দিকে। প্রত্যাশা আছে, এবং ধোনি আইপিএল ২০২৪-এ কিছু একটা কামাল দেখাবেন। তবে গজধর নামে দিল্লির একজন ছাত্রকে ধোনির কারণে পড়তে হলো বিপাকে।
বড় সিদ্ধান্ত নিলো দিল্লি স্কুল
মহেন্দ্র সিং ধোনির উপর ভারতীয় সমর্থকদের বেশ ক্রেজ রয়েছে। লম্বা চুল ওয়ালা মাহি রয়েছে সবার নয়নের মনিকঠোরে। এবার ধোনির নাম নিতেই বড় শাস্তি ভুগতে হচ্ছে তার এক ভক্তের। দিল্লির গজধর নামের এক স্কুল ছাত্র নিজের অঙ্ক পরীক্ষার খাতায় যাবতীয় প্রশ্নের উত্তরে ‘থালা’ লিখে আসেন। স্কুল কতৃপক্ষকে নিতে হলো বড় সিদ্ধান্ত, তারা গজধরকে সাসপেন্ড করেছে। তার এই কান্ড সমাজ মাধ্যমে সবার মুখে মুখে।