চলতি সপ্তাহে কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসর। ১৮তম মৌসুমে প্রতিটি ফ্রাঞ্চাইজির লক্ষ থাকবে ট্রফি জয়ের। তবে, এবারের আইপিএলের সঙ্গে সরাসরি টক্কর নিয়েছে পাকিস্তান সুপার লীগ (PSL)। আসলে আইপিএলের সুচির সময়েই পাকিস্তান সুপার লীগের সময়কাল নির্ধারণ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আইপিএল থেকে ছাঁটাই হওয়া প্লেয়ারদের পাকিস্তান সুপার লিগে দেখতে পাওয়া যাবে। আবার একই সময়ে দুটি টুর্নামেন্ট হওয়ার সুবাদে অনেক ক্রিকেটারকেই দুই লিগে দল পেতে দেখা যেতে পারে। তবে, বেশিরভাগ তারকার পছন্দ হলো আইপিএল। PSL-এর তুলনায় আইপিএলে রয়েছে বেশি টাকাও।
PSL-কে উপেক্ষা করলেন তারকা অলরাউন্ডার

সম্প্রতি পিএসএলকে উপেক্ষা করে আইপিএলে জায়গা বানিয়ে নিয়েছেন এক তারকা ক্রিকেটার। আসলে, মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার লিজ্জাড উইলিয়ামসকে দলে শামিল করেছিল। তবে, চোটের কারণে তাকে এই মৌসুমের জন্য পাবে না ফ্রাঞ্চাইজি। যে কারণে, তার বদলে দক্ষিণ আফ্রিকার কর্বিন বচকে (Corbin Bosch) ডেকে পাঠানো হয়। আর সুযোগ পেয়ে হাতছাড়া করলেন না তিনি। ৫ বারের আইপিএল বিজেতা মুম্বাই ইন্ডিয়ান্স দলে শামিল হলেন তিনি। আসলে, মুম্বাইতে যোগদান করার আগে পিএসএলে নাম লিখিয়েছিলেন কর্বিন। কর্বিন আইপিএলে নাম লেখাতেই একদম নাখুশ পাকিস্তান ক্রিকেট। এই পরিস্থিতিতে চুক্তি ভাঙার অভিযোগে বচকে আইনি নোটিসও পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Read More: IPL 2025: পরিকল্পনা সফল নাইট রাইডার্সের, মাত্র ৩.৬ কোটিতে দলে এই ধুন্ধুমার ক্রিকেটার !!
আইনি নোটিস পাঠালো PCB

পাকিস্তান সুপার লিগের ১০তম সংস্করণে ডায়ামন্ড ক্যাটেগরিতে তাঁকে দলে শামিল করেছিল পেশওয়ার জালমি। তবে অন্যদিকে মুম্বাই ফ্রাঞ্চাইজি লিজ্জাড উইলিয়ামসের জায়গায় বচকে বেছে নিয়েছিল। জানা গিয়েছে, এজেন্টের মাধ্যমে বচকে আইনি নোটিস পাঠিয়েছে PCB। পেশাগত চুক্তি ভাঙার কারণ কি তা জানতে চাওয়া হয়েছে তার কাছে, পাশাপশি তাঁকে নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিতে হবে বলে জানিয়ে দিয়েছে পিসিবি। আসলে, মার্চ-মে মাস পর্যন্ত আইপিএলের উইন্ডো চলতে থাকে। তবে, এবার পাকিস্তান সুপার লীগ আইপিএলের সঙ্গে ক্লাশ করার সিদ্ধান্ত নিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) কারণে এবার পিসিবিকে ফ্রেব্রুয়ারি-মার্চের পরিবর্তের পিএসএলের সূচি এপ্রিল-মে-তে নিয়ে যেতে হয়েছে। যার ফলেই তৈরি হয়েছে বিপত্তি।