আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। আগামী এক সপ্তাহ বাদে আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএলের পরবর্তী সূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবে। চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। এই মৌসুমে তারা ১১টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আরসিবি এবার ঘরের বাইরে মোট ৬টি ম্যাচ খেলেছিল, আর সেই ছয় ম্যাচেই জয় সুনিশ্চিত করেছিল আরসিবি। এমনকি শুক্রবার ৯ মে আরসিবি ঘরের বাইরে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে, শুক্রবার সকালেই বিসিসিআই কতৃক আইপিএল স্থগিত রাখার আদেশ দেওয়া হয়।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছিল RCB

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দল (RCB) অসাধারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রমান দিয়েছে। ঘরের মাঠে প্রথম তিন ম্যাচে জিততে ব্যার্থ হয়েছিল রজত পতিদারের দলটি। তবে, ঘরের মাঠে ম্যাচ জেতার সূত্র খুঁজে পেয়ে গিয়েছেন তারা। দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও এখনও ট্রফির স্বাদ পেলো না আরসিবি। ২০০৯, ২০১২ এবং ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল দলটি। তবে ট্রফির স্বাদ তারা পায়নি। এবারই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দল একটি ছন্দ খুঁজে পেয়েছিল তবে খেলা স্থগিত হওয়ার পাশাপাশি সেই ছন্দ হারিয়ে ফেলবে বলে একাধিক ভক্তের মত।
Read More: IPL 2025: মেলে নি ট্রেন ব্যবহারের অনুমতি, ক্রিকেটারদের সরিয়ে আনতে নয়া পরিকল্পনা BCCI-এর !!
প্ল্যাকার্ড হাতে ধরা পড়েন এক মহিলা ভক্ত

বিরাট কোহলির (Virat Kohli) জন্য ফ্রাঞ্চাইজিটির বেশ সমর্থক রয়েছে। আর কোহলির জন্যই বেশিরভাগ ভক্তরা ট্রফি না জেতা দলটিকে সমর্থন করেন। আইপিএলের ২০২২ মৌসুমে এক মহিলা ভক্তকে তোমন মাঠে দেখা গিয়েছিল প্ল্যাকার্ড হাতে। মহিলা ভক্তটি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের সমর্থক। তিনি তার প্ল্যাকার্ডে লিখে এনেছিলেন, ‘যতদিন আরসিবি ট্রফি ততদিন আমি বিয়ে করবো না।’ গত মৌসুমে আরসিবি দল দুর্দান্ত একটি কামব্যাক দেখিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছিল তবে এলিমিনেটরে তাদেরকে রাজস্থান রয়্যালস আটকে দিয়েছিল। যার ফলে ভক্তরা আশা হত হয়েছিলেন। চলতি মৌসুমে আরসিবি যে ছন্দে ছিল সেই চন্দে তারা এবার আইপিএল জয়লাভ করার খুব কাছেই ছিল। তবে হঠাৎ করে আইপিএল বন্ধ হতেই ভক্তদের মনে শঙ্কা তৈরি হয়েছে। বেশ কিছু ভক্ত সেই আরসিবির সেই মহিলা সমর্থককে খোঁচা দিয়ে সমাজ মাধ্যমে লিখছেন তাকে চির জীবন কুমারী হয়েই কাটাতে হবে।