২০২৩ সালে একের পর এক টুর্নামেন্টে সাক্ষী হচ্ছে ক্রিকেট বিশ্ব। এই বছর ভারতের মাটিতেই সবথেকে বড় টুর্নামেন্টের আয়োজন করতে চলছে আইসিসি, অর্থাৎ অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ (WC 2023)। আর এই বিশ্বকাপ কে নিয়ে চলছে উন্মাদনা, এখনো পর্যন্ত কোন ১৫ জন বিশ্বকাপে সুযোগ পেতে পারেন সে বিষয়ে রয়েছে একাধিক চর্চা। তবে আপাতত দলের দিকে নজর দিলে দেখা যাবে দলের মধ্যে বেশিরভাগ সব মুকেশ আম্বানির প্লেয়ার অর্থাৎ ভারতীয় দলের একাধিক প্লেয়ার মুকেশ আম্বানির ফ্রাঞ্চাইজি বা মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে খেলে থাকেন। আর দলে আম্বানির প্লেয়ার দেরকেই সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় দলের দিকে তাকালে বোঝা যাবে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে একাধিক প্লেয়ারই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে থাকেন এমনকি তারা ভারতীয় দলের দীর্ঘদিন ধরে সদস্য হয়ে রয়েছে।
Read More: WI vs IND: ভারতকে পরাস্ত করতে টেস্ট সিরিজের আগেই উইন্ডিজ শিবিরে হাজির ব্রায়েন লারা !!
মুম্বই দলের সদস্যরা সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়ায়
ভারতীয় দলের স্কোয়াডের দিকে তাকালে বোঝা যাবে শুধুমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) নয় মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে থাকেন ঈশান কিষান (Ishan Kishan), সূর্য কুমার যাদব (Suryakumar Yadav), জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) এর মতন প্লেয়াররা বেশ দীর্ঘ সময় ধরে মুম্বাই দলের হয়ে যুক্ত রয়েছেন এই অভিজ্ঞরা। তবে দলের যদি আরেকটু খন্ডবিন্যাস করা হয়, তখন জানা যাবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব (Kuldeep Yadav), জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এনারা সকলেই একসময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেই সুবাদে বর্তমানে একটি তথ্য সামনে এসেছে যে ভারতীয় দল ম্যানেজমেন্ট আম্বানির প্লেয়ারদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং দলে তাদেরকেই টানার চেষ্টা করছে। তবে ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে চলেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন আপডেট পাওয়া যায়নি।
আম্বানির দল খেলবে বিশ্বকাপে
এ বছর মুম্বাই দলের হয়ে ব্যাটিংয়ে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক ভার্মা (Tilak Varma), অন্যদিকে বোলিং আক্রমণ সামলে ছিলেন আকাশ মাধোয়াল (Akash Madhwal)। এই দুই তরুণ খেলোয়াড় কে ভারতীয় দলে দেখা যেতে পারে। পাশাপাশি হার্ট হিটার ব্যাটসম্যান নেহাল ওয়াধেরাকে (Nehal Wadhera) ভুললে চলবে না, বেশ কয়েকটি ম্যাচে তিনি তার শক্তি প্রদর্শন করেছেন। যার ফলে আগামী দিনে ভারতীয় দলেও দেখা যেতে পারে তাকেও। শুধু তাই নয় ভারতীয় দলে বেশ কয়েক বছর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা প্লেয়ারদের কেই সুযোগ দিতে দেখা যাচ্ছে। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ (WC 2023)। তবে, ঘরের মাঠে খেলা সত্ত্বেও ভারত নিজেদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর থেকে। আর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজেতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।