ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এর মঞ্চ থেকে (T20 World Cup 2024) বিদায় নিতে হলো বাবর আজমের পাকিস্তান দলকে। বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে বিশ্বকাপের মঞ্চে। প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের কাছে পরাজিত হয়ে সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল।
এবারের বিশ্বকাপ অন্যতম প্রবল দাবিদার ছিল পাকিস্তান গত দুই বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল তারা তবে এবারের বিশ্বকাপে খালি হাতেই ফিরতে হলো তাদেরকে। বিশ্বকাপ থেকে বঞ্চিত হওয়ার পর বাবররা পাকিস্তানে না ফিরে ছুটি কাটাতে বিদেশে যাবেন।
Read More: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝপথেই নেতৃত্বে বদল, রোহিতকে সরিয়ে ফের অধিনায়ক বিরাট কোহলি !!
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা বিদেশে যাবেন
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) শোচনীয় অবস্থা পর পাকিস্তান দলের বেশ পরিবর্তন দেখা যাওয়া সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে দলে কামব্যাক করেন মোহাম্মদ আমির (Mohammad Amir) ও ইমাদ ওয়াসিম (Imad Wasim)। বিশ্বকাপ শেষ হতে না হতেই আমির আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন। প্রতিকূলতার মধ্যে পাকিস্তান দলকে দেশ অসহায় দেখিয়েছে।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা দলের পারফরম্যান্সে হতাশ হয়েছেন এবং পাকিস্তান দলকে ক্রিকেট খেলা থেকেও বঞ্চিত থাকতে বলে দিয়েছে। তবে সমস্ত কথা আদেও গায়ে মাখছেন না বাবর আজমরা। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সহ ফাস্ট বোলার হারিস রউফ (Haris Rauf), আজম খান (Azam Khan) মোহাম্মদ আমির (Mohammad Amir), ইমাদ ওয়াসিম (Imad Wasim) এবং শাদাব খান (Shadab Khan) ছুটি কাটাতে যুক্তরাজ্য যাবেন।
পাকিস্তানের হাল বেহাল
বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে পাকিস্তান দলের পারফরমেন্স ছিল খুবই সাদামাটা। চারটি ম্যাচে দুটি ম্যাচ জিতে চার পয়েন্টের সহযোগে তারা তালিকায় তৃতীয় স্থানে বজায় থাকলেও সুপার এইটের মঞ্চে তারা কোয়ালিফাই করতে পারেনি। দলের এই পারফরম্যান্সের পর প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম (Wasim Akram) পাকিস্তানের প্লেয়ারদের অবসর নেওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে সাবেক পাকিস্তানি অধিনায়ক ও প্রাক্তন পিসিবি সিলেক্টর ইনজামাম উল হক নির্বাচক কমিটি ও দলের তীব্র নিন্দা করেছেন। তার মতে, পাকিস্তান দলে বর্তমান সময়ে তিন থেকে চার জনের বেশি কোন ম্যাচ উইনার নেই। এমনকি পাকিস্তানের মতন দেশে যেখানে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা একসময় রাজত্ব করে এসেছেন সেই দেশেই নাকি মিডিল অর্ডার ব্যাটসম্যানের অভাব। যদিও প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটারদের কথা না শুনেই পাকিস্তানের প্লেয়াররা বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন।