IPL 2021: ৬ জন প্রাক্তন আরসিবি বিদেশী ক্রিকেটার যারা ২০২১এর আইপিএল অন্য দলের হয়ে খেলছেন 1

আইপিএল হলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের রোমাঞ্চকর এক ক্রিকেট প্রতিযোগিতা যা সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের আনন্দ দিয়ে চলেছে। আধুনিক যুগের ক্রিকেটে আইপিএল হলো এমন একটি মঞ্চ যা ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটি কোন থেকে নাম না জানা ক্রিকেটারদের খুঁজে বের করে বিশ্ব ক্রিকেটকে তাদের প্রতিভার স্মুখীন করিয়ে চলেছে। আইপিএল এর মঞ্চ থেকেই বর্তমান ক্রিকেট বিশ্বের বহু তরুণ প্রতিভার উদয় ঘটেছে। তাই আইপিএল কে ” ইনক্রেডিবল premiere League” নামেও আখ্যা দেওয়া হয়ে থাকে। আইপিএল এর মঞ্চে যেমন তরুণ উঠতি ভারতীয় ক্রিকেটারদের দেখা যায় ঠিক তেমনি বহু বিদেশি তরুণ ক্রিকেটারদের কেও এই মঞ্চ থেকে নিজেদের স্বপ্ন পূরণ করতে দেখা গেছে।

Read More: IPL 2021: চুড়ান্ত ফ্লপ হওয়া সত্ত্বেও হায়দ্রাবাদের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে এই তারকাকে নামাবে কলকাতা নাইট রাইডার্স

রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর আইপিএল ইতিহাসের শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হিসাবে পরিচিত। এই দলে বিরাট কোহলি,এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল এর মতো বিধংসী পাওয়ার হিটার ক্রিকেটাররা এই দলের হয়ে পারফর্মেন্স করে থাকেন। আমরা এখানে এমন ৬জন আরসিবি র হয়ে খেলা বিদেশী ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা এই বছর ২০২১ এর আইপিএল এ অন্য দলের হয়ে পারফর্মেন্স করছেন।

মার্কাস স্টোনিস

IPL 2021: ৬ জন প্রাক্তন আরসিবি বিদেশী ক্রিকেটার যারা ২০২১এর আইপিএল অন্য দলের হয়ে খেলছেন 2

ডানহাতি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোনিস তার বোলিংয়ের পাশাপাশি বিধংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। স্টোনিস ২০১৯সালে আরসিবি দলের অন্যতম সদস্য ছিলেন পরবর্তীতে ২০২০সালে তিনি দিল্লী ক্যাপিটালস দলে যোগদান করেন এবং তিনি বর্তমানে সেই দলের অন্যতম ক্রিকেটার হিসাবে পরিচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *