পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 1
Jaipur: Royal Challengers Bangalore's Parthiv Patel in action during the 14th IPL 2019 match between Rajasthan Royals and Royal Challengers Bangalore at Sawai Mansingh Stadium in Jaipur on April 2, 2019. (Photo: IANS)

গত ১৯ শে সেপ্টেম্বর শুরু হয়েছে আইপিএল ২০২০ ।আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম‍্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস – মুম্বাই ইন্ডিয়ান্স।আম্বাতি রায়ডুর অসাধারণ ব‍্যাটিং পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রথম ম‍্যাচে জয় দিয়ে শুরু ক‍রেছিলো ধোনিরা।ইতিমধ্যে জমে উঠেছে এই অত‍্যন্ত জনপ্রিয় কুড়ি বিশের ক্রিকেট টুর্নামেন্ট।

বিগত বারো ম‍রসুম নানান চিত্তাকর্ষক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা আইপিএলে।সেই সময় নিয়ে কোনও না কোনও সময় নানান চমকপ্রদ সব প্রতিবেদন উঠে এসেছে স্পোর্টর্জ উইকির পাতায়।আজ ফের আরেকবার তেমনই এক প্রতিবেদন উঠে আসতে চলেছে এখানে যেখানে আম‍রা জানবো আইপিএলের ইতিহাসে এমন পাঁচ অপ্রতাশিত ক্রিকেটারের কথা যারা আইপিএলে কোনও না কোনও সময় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলন।

পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 2
১. জেমস হোপস

আইপিএলের প্রথম সিজেনে কিংস ইলেভেন পান্জাবের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন অজি অলরাউন্ডার জেমস হোপস।১১ ম‍্যাচ খেলে ১৪৯.৩২ স্ট্রাইক রেটে ২২১ রান করেছিলেন তিনি ।যদিও পরবর্তী সময়ে চোটের জন্য ছিটকে যেতে হয় তাকে টুর্নামেন্ট থেকে।২০১১ সালে তাকে দেখা গেছিলো দিল্লি ক‍্যাপিটালস দলে।সেইবার দলের সহ অধিনায়ক ছিলেন তিনি ।সেই মরসুমে দিল্লি দলের অধিনায়ক বীরেন্দ্র শেহবাগ চোট পেলে তার উপর তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব।ক্রিকেটার হিসেবে সফল হলেও অধিনায়ক হিসেবে বিশেষ কিছু করে উঠতে পারেননি হোপস।

পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 3
২. ডোয়েন ব্রাভো

ব‍্যাটে – বলে এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের জুড়ি মেলা ভার।আইপিএলের প্রথম বছর থেকে তিনি জড়িত এই টুর্নামেন্টের সঙ্গে।এযাবৎ তিনি খেলেছেন তিনটি দলের হয়ে।২০১০ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হিসেবে আইপিএলে অধিনায়ক হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।সেইবার ইডেনে আইপিএলের ম‍্যাচে মুখোমুখি কলকাতা- মুম্বাই ।শচীন না খেলতে পারায় সেইদিন ম‍্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রাভো।যদিও সেই ম‍্যাচ হেরে যায় ব্রাভোর দল।

পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 4
৩.রস টেলর

ঝোড়ো ব‍্যাটিং করতে এই কিউয়ি ব‍্যাটসমানের জুড়ি মেলা ভার।এযাবৎ ৫৫ টি আইপিএল ম‍্যাচ খেলে তিনি করেছিলেন ১০১৭ রান ২৫.৪২ গড়ে।২০১৩ সালে পুনে ওয়ারিয়রস ইন্ডিয়ার হয়ে খেলাকালীন একবার দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন তিনি।আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের রেকর্ড দখলে আছে এই ক্রিকেটারের ।ম‍্যাককালাম , ভেট্টরি তৃতীয় নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে আইপিএলে অধিনায়কত্ব করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 5
২. পার্থিব প‍্যাটেল

আইপিএলের প্রথম বছর থেকেই পরিচিত মুখ পার্থিব প‍্যাটেল।প্রথম দুই মরসুম এই ভারতীয় উইকেটকিপার ব‍্যাটসমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।পরবর্তী সময়ে চতুর্থ সিজেনে তিনি যোগ দেন কোচি টাস্কার্স কেরালা দলে।সেইবার অর্থাৎ ২০১১ সালে কোচির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাড়ান মাহিলা জয়াবর্ধনে।দায়িত্ব তুলে দেওয়া হয় পার্থিবের উপর।যদিও অধিনায়ক হিসেবে বিশেষ কিছু করে উঠতে পারেননি তিনি।
পাঁচ অপ্রতাশিত ক্রিকেটার যারা আইপিএলে হয়েছিলেন দলের অধিনায়ক 6
১. কায়রণ পোলার্ড

যেকোনো দলে পোলার্ডের মতো একজন অধিনায়ক থাকা মানে সেই দল দারুণ ভাবে সমৃদ্ধ হলো একজন বিশ্বমানের অলরাউন্ডারের দ্বারা।আইপিএল কেরিয়ারে এখনও অবধি ১৪৮ টা ম‍্যাচ খেলে ২৭৫৫ রান করেছিলেন এই ব‍্যাটসমান।২০১৯ সালে চোটের জন্য ম‍্যাচ থেকে নিজেকে সরাতে বাধ্য হয়েছিলেন রোহিত।তখন দলের দায়িত্ব তুলে দেওয়া হয় পোলার্ডের হাতে।অধিনায়ক হিসেবে পান্জাবের বিরুদ্ধে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পোলার্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *