5-stars-who-deserved-place-in-asia-cup

কে এল রাহুল-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার দেশের জার্সিতে টি-২০ খেলেছিলেন কে এল রাহুল (KL Rahul)। অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন সেই সময়। এরপর কেটে গিয়েছে প্রায় তিন বছর। ওয়ান ডে’তে নিয়মিত রান করেছেন কর্ণাটকের তারকা। টেস্টেও সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে সাফল্য পেয়েছেন তিনি। এমনকি আইপিএলেও দিল্লী ক্যাপিটালসের জার্সিতে চমৎকার পারফর্ম্যান্স করেছেন। ১৩ ম্যাচে ৫৩.৯০ গড়ে করেছেন ৫৩৯ রান। কিন্তু তারপরেও এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভাবা হয় নি তাঁকে। মূল স্কোয়াড তো বটেই, সাথে স্ট্যান্ড বাই তালিকাতেও জায়গা হয় নি রাহুলের। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে রাহুল নিজেই জানিয়েছিলেন যে কুড়ি-বিশের ক্রিকেট এখনও খেলতে চান। তবে নির্বাচকরা যে তাঁর সাথে একমত নন তা স্পষ্ট।

Also Read: TOP 3: এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরেও থাকছে ধোঁয়াশা, BCCI-র তিন সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না ক্রিকেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *