প্রসিদ্ধ কৃষ্ণা-

গত কয়েক মাসে বল হাতে নজর কেড়েছেন কর্ণাটকের প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। আইপিএলে গুজরাত টাইটান্স জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন। জিতে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নাগাড়ে হাত ঘুরিয়ে গিয়েছিলেন তিনি। অচেনা পরিবেশে প্রথম কয়েকটি ম্যাচে পরিসংখ্যান ভালো না হলেও ওভালে শেষ ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। চোটপ্রবণ বুমরাহ বা কোচ গম্ভীরের পছন্দের হর্ষিত রাণাদের পরিবর্তে এশিয়া কাপে (Asia Cup 2025) জায়গা পাওয়া উচিৎ ছিলো প্রসিদ্ধের, গতকালের পর থেকেই এই দাবী তুলে আসছেন বিশেষজ্ঞমহলের একাংশ। তবে বিসিসিআই-এর নির্বাচকেরা অবশ্য সেই পথে হাঁটেন নি। তাঁরা ছন্দে থাকা প্রসিদ্ধকে মূল স্কোয়াডে রাখেন নি বরং যশস্বী, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগদের সাথে রেখেছেন স্ট্যান্ড বাইদের তালিকায়।