যশস্বী জয়সওয়াল-

শুভমান গিল’কে ফেরানো হয়েছে ভারতীয় টি-২০ দলে। কিন্তু দরজা বন্ধই রইলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal_ জন্য স্ট্যান্ড-বাই তালিকায় তাঁর নাম রয়েছে ঠিকই, কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। সঞ্জু-অভিষেক-শুভমানদের অগ্রাধিকার দিতে গিয়ে যশস্বীর মত প্রতিভার সাথে অবিচার করা হচ্ছে, অভিযোগ এনেছেন অনেকে। গতকাল সাংবাদিক সম্মলনে যশস্বী (Yashasvi Jaiswal) প্রসঙ্গেও প্রশ্নের মুখে পড়েছিলেন আগরকার। তিনি জানান, “(যশস্বীর বাদ পড়া) খুবই দুর্ভাগ্যজনক। অভিষেক শর্মা গত কয়েক মাস বা এক বছরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে। ও বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারে, যে বিকল্পটা আমাদের অধিনায়কের প্রয়োজন। একজনকে তো বাদ পড়তেই হত। এটা দুর্ভাগ্যজনক যে যশস্বীকে এখনও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”