মহম্মদ সিরাজ-

গত বছর ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু জুন মাসের সেই সাফল্যের পর কুড়ি-বিশের ফর্ম্যাটে দেশের হয়ে কোন ম্যাচই খেলেন নি হায়দ্রাবাদের পেসার। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে রাখা হয় নি তাঁকে। গতকাল এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য যে ১৫ সদস্যের মূল স্কোয়াড বা পাঁচ জনের স্ট্যান্ড-বাই তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানেও ঠাঁই হয় নি তাঁর। ফর্ম যে সমস্যা নয় তা সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে লাল বল হাতে প্রমাণ করে দিয়েছেন সিরাজ। পাঁচ টেস্টে সর্বোচ্চ সংখ্যক ওভার বোলিং করেছেন তিনি। নিয়েছেন সর্বোচ্চ উইকেট। ওভালে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে নিখুঁত বোলিং করে ভারতকে এনে দিয়েছেন স্মরণীয় জয়। তারপরেও কেন টি-২০ প্রত্যাবর্তনের সুযোগ পেলেন না তিনি? রয়েছে প্রশ্ন।