5-stars-who-deserved-place-in-asia-cup

শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Asia Cup | Image: Getty Imagea
Shreyas Iyer | Image: Getty Imagea

২০২৪-এ নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঐ বছর তাঁর নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয় মুম্বই দল’ও। ২০২৫ আইপিএলের আগে দল বদলেছিলেন শ্রেয়স। যোগ দেন পাঞ্জাব কিংস-কে। নতুন শিবিরকেও ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতেও করেছিলেন দুর্দান্ত পারফর্ম্যান্স। ১৭ ম্যাচে ৬০৪ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। স্ট্রাইক রেট ছিলো ১৭৫-এর আশেপাশে। অসামান্য ফর্মে থাকা সত্ত্বেও এশিয়া কাপের (Asia Cup 2025) মূল স্কোয়াড বা স্ট্যান্ড-বাই তালিকায় ঠাঁই হয় নি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। তাঁকে বাদ দেওয়া নিয়ে গতকাল প্রশ্নের মুখেও পড়তে হয় মুখ্য নির্বাচক আগরকারকে। “ওর (শ্রেয়স) কোনো দোষ নেই। আমাদেরও কোনো দোষ নেই। আমরা মাত্র ১৫ জনকেই বাছতে পারি। এই মুহূর্তে ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *