TOP 5: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ তারিখ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। ‘এ’ গ্রুপে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর। এরপর ১৯ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’ প্রতিপক্ষ ওমান। কাদের দেখা যাবে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে, তা নিয়ে কৌতূহল ছিলো ক্রিকেটমহলের। তার নিরসন হলো গতকাল। দুপুরে সাংবাদিক সম্মেলন করে স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)। ১৫ জন’কে রাখা হয়েছে মূল স্কোয়াডে। এছাড়া পাঁচজন রয়েছেন স্ট্যান্ড-বাই হিসেবে। শুভমান, বুমরাহদের প্রত্যাবর্তন নিয়ে চলছে হইচই। তবে পাঁচ তারকা জায়গা না পাওয়ায় রয়েছে বিতর্কও।
TOP 5: প্রাপ্য ছিলো সুযোগ, তা সত্ত্বেও এশিয়া কাপে শিকে ছেঁড়ে নি এই পাঁচ তারকার ভাগ্যে !!
