নির্ভুল ডিআরএস
সোশ্যাল মিডিয়াতে কখনও কখনও ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেম বলা হয় কারণ এমএস ধোনি উইকেটের পিছনে থেকে খুব ভালো ডিআরএস ব্যবহার করেন। তিনি ভারতীয় ক্রিকেট দল বা চেন্নাই সুপার কিংস দলের হয়ে এমন সব নির্ভুল রিভিউ নিয়েছেন তা খুব কমই কোন উইকেটরক্ষক নেবেন। ক্রিকেটের এই আঙিনায় ধোনি সত্যিকারের স্টার। তার এমন সব সিদ্ধান্ত দলকে কত ম্যাচ জিতিয়েছে তার কোন শেষ নেই। সব মিলিয়ে ধোনিকে ডিআরএসের রাজাও বলা যেতে পারে।