পাঁচজন দিগ্গজ ভারতীয় ক্রিকেটার, যাদের ভাগ্যে জোটেনি বিদায়ী ম্যাচ 1
Indian cricket captain Mahendra Singh Dhoni (R) and teamamte Yuvraj Singh celebrate after beating Sri Lanka during the ICC Cricket World Cup 2011 final match at The Wankhede Stadium in Mumbai on April 2, 2011. India beat Sri Lanka by six wickets. AFP PHOTO/MANAN VATSYAYANA (Photo credit should read MANAN VATSYAYANA/AFP/Getty Images)

মহেন্দ্র সিংহ ধোনি

 

পাঁচজন দিগ্গজ ভারতীয় ক্রিকেটার, যাদের ভাগ্যে জোটেনি বিদায়ী ম্যাচ 2

ভারতীয় ক্রিকেটের সব থেকে বোরো ব্যক্তিত্ব এবং সবথেকে সফল ক্যাপ্টেনদের মধ্যে একজন হলেন ধোনি। ঝাড়খণ্ডের এই ক্রিকেটার ২০০৭ সালে প্রথমবার ক্যাপ্টেন্সির রাশ হাতে নিয়ে অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলকে নিয়ে একরকম অবিশ্বাস্য ভাবেই জিতে আসেন প্রথম টি২০ বিশ্বকাপ। এরপর আইপিএলে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবেও তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। ২০১১ সালে একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ জেতার ২৮ বছরের অধরা স্বপ্নকেও তার হাত ধরেই বাস্তবায়িত করে ভারতীয় টীম। এতোকিছুর পরেও ২০১৯ ওয়ার্ল্ড কাপের পর থেকেই ভারতীয় দলে উপেক্ষিত হতে থাকেন প্রবাদপ্রতিম এই ক্রিকেটার। ২০২০ সালের ১৫ই অগাস্ট কোনো বিদায়ী ম্যাচ না খেলেই ভারতীয় দল থেকে অবসর নেন মহেন্দ্র সিংহ ধোনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *