ক্রিকেট এমন একটি খেলা যা ভারতীয়দের কাছে হলো ভালোবাসার নামান্তরস্বরূপ। তারা যে শুধু ক্রিকেট দেখতে বা খেলতে ভালোবাসে তাই নয়, তাদের ভালোবাসার প্লেয়ারদের রিটায়ারমেন্ট তাদের অনেক বেশি ব্যথিত করে। এরকম অনেক ভারতীয় প্লেয়ার আছেন যারা কোনো বিদায়ী ম্যাচ না খেলেই অবসরগ্রহন করেছেন, এবং তারা কারা সেটা আমরা জেনে নেবো পরবর্তী লাইনগুলোতে।
জাহির খান
ভারতের বাঁহাতি এই ফাস্ট বোলারকে একসময় পৃথিবীর সব ব্যাটসম্যানরাই সমীহ করে চলতেন। তার ইয়র্কার এমন এক ভয়ঙ্কর অস্ত্র ছিল, যার থেকে বেঁচে ফেরা বিপক্ষ ব্যাটসম্যানদের পক্ষে ছিল একপ্রকার অসম্ভব। ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচ থেকেই তিনি হয়ে উঠেছিলেন বিপক্ষের কাছে ত্রাস। দেশে ও বিদেশে তার বোলিংয়ের উপর ভরসা করেই অনেক ম্যাচ জিতেছে ভারত। নিজের কেরিয়ারের শেষের দিকে ফিটনেসের সমস্যায় ভুগতে থাকা জাহিরকে কিছুটা বাধ্য হয়েই কোনো বিদায়ী ম্যাচ না খেলে অবসর নিতে হয় ২০১৪ সালে।