বীরেন্দ্র সেহবাগ
“নবাব অফ নজফগড়” নামে খ্যাত এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব যিনি তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। একসময় যাকে দেখে ক্রিকেটবিশ্বের তাবৎ বোলারেরা ভয়ে কাঁপতেন, সেই সেহবাগকেও কোনো বিদায়ী ম্যাচ না খেলেই বিদায় নিতে হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৫ সালে।