আইপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে ৫ টি আইপিএল শিরোপা জয় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। তবে, ২০২০ সালের পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের পারফরমেন্সের বেশ পরিবর্তন লক্ষ করা গিয়েছে। ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে প্লে অফে পৌঁছাতে ব্যার্থ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সেরা অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের অধিনায়ক বানানো হয়। তবে, আসন্ন আইপিএল নিলামের আগেই ফ্রাঞ্চাইজি রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাকে ধরে রেখেছে। তবে ফ্রাঞ্চাইজি আসন্ন মেগা আইপিএল নিলামের মঞ্চ থেকে তাদের সেরা স্কোয়াড তৈরি করে রাখতে চাইবে।
১. ডেভন কনওয়ে
মুম্বাই ইন্ডিয়ান্স দলের বড় প্রতিপক্ষ হলো চেন্নাই সুপার কিংস (CSK)। চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন ওপেনার ডেভন কনওয়েকে আসন্ন আইপিএলের জন্য রিটেন করেনি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রয়োজন একজন ওপেনার ব্যাটসম্যান ও উইকেট কিপারের। মুম্বই দলের লক্ষ থাকবে এই কিউই ওপেনারকে দলে সামিল করার। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সুপার কিংসের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে থাকেন কনওয়ে। গত বছর আইপিএলে চোটের কারণে আইপিএল খেলতে পারেননি কনওয়ে। গত কয়েকটি মৌসুমে চেন্নাই সুপার কিংস দলের জার্সিতে ২৩ ম্যাচে ৪৮.৬৩ গড়ে এবং ১৪১.২৮ স্ট্রাইক রেটে ৯২৪ রান বানিয়েছেন।
Read More: পাক সমর্থকদের রোষের মুখে বাবর আজম, গ্যালারি থেকে উড়ে এলো অশ্রাব্য গালিগালাজ !!
২. রচিন রবীন্দ্র
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। কিউই তারকা বর্তমানে বেশ ছন্দে রয়েছেন। সূত্রের খবর, মুম্বাই ইন্ডিয়ান্স স্কাউটের নজরে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার চেন্নাই সুপার কিংস দলের হয়ে গত মৌসুমে খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও গত মৌসুমে ব্যাট হাতে নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারেননি রচিন। তিনি গত বছর ১০ টি ম্যাচে ২২.২০ গড়ে ও ১৬০.৮৭ স্ট্রাইক রেটে ২২০ রান বানিয়েছেন। চলতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন রচিন, সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন রচিন। যে কারণে রচিনকে টার্গেট লিস্টে রেখে দিয়েছে রচিন।
৩. জস ঠাকুর
মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রয়োজন রয়েছে ভালো পেসারের। ভারতীয় পেসারদের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স দলের পছন্দের তালিকায় রয়েছেন জস ঠাকুর। গত দুই মৌসুমে জস লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে ১৯ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২৪ উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরাহের সঙ্গে তালে তাল মেলানোর জন্য একজন ভারতীয় পেসারকে দলে শামিল করতে চাইবে মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াট ভারতীয় তরুণ খেলোয়াড়দের উপর নজর রাখে এবং নিলামের মঞ্চে তাদের শামিল করে লম্বা সময়ের সুপারস্টার বানিয়ে তোলে। বেশ কিছু সূত্রের খবর থেকে জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন জস। তার বোলিংয়ের যে বিভিন্ন বিকল্প রয়েছে তা মন জিতেছে MI টিম ম্যানেজমেন্টের।
৪. ওয়াসিংটন সুন্দর
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। বিগত কয়েক বছর ধরে তুলনামূলক কম সুযোগ পেয়েছেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। চলতি সময়ে ফর্মে ফিরেছেন তিনি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট কামব্যাকে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি এবং অস্ট্রেলিয়া সফরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। ওয়াসিংটন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে বিগত কয়েকটি সিজিন খেলছেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের নজরে রয়েছেন ওয়াসিংটন, মূলত দল একজন স্পিন অলরাউন্ডারকে শামিল করতে চাইছে। আর এই স্পটে সবথেকে ভালো বিকল্প হতে পারেন ওয়াসিংটন সুন্দর। ক্যারিয়ারে মোট ৬০ টি আইপিএল ম্যাচ খেলেছেন ওয়াসিংটন। ব্যাট হাতে কেবলমাত্র ৩৭৮ রান বানিয়েছেন এবং বল হাতে ৩৭ উইকেট নিয়েছেন তিনি।
৫. রিস টোপলি
আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের নজরে রয়েছেন রিস টোপলি। বামহাতি পেসার টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ কার্যকরী বোলার। তিনি বোলিংয়ে তার উচ্চতাকে ব্যাবহার করেন। গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে মোট ৫ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন তিনি। চোট সংক্রান্ত সমস্যায় ভুগতে থাকেন তিনি, তবে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি গত কয়েক মৌসুমে বোলারদের যে সমস্যা ভোগ করেছে তা আসন্ন মৌসুমে মিটিয়ে নিতে চাইবেন এবং ইংলিশ এই তারকা পেসারকে দলে শামিল করতে চাইবে।