প্রত্যেক আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় এর একটা স্বপ্ন থাকে তারা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে কারণ ইংল্যান্ডকে আমরা ক্রিকেটের মক্কা হিসাবে চিনি। বাকি সব অন্যান্য দলের ক্রিকেটারদের মতো ভারতীয় ক্রিকেট দলের প্রতিটা সদস্য স্বপ্ন দেখে তারাও ইংল্যান্ড গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো সিটিএস খেলবে।
ভারতীয় বর্তমান ক্রিকেট দলের সামনে এখন দুটি বড়ো অগ্নিপরিক্ষা একটি হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অপরটি হলো অগাস্ট থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের এর বিরুদ্ধে টেস্ট সিরিজ তাও আবার ইংল্যান্ডের মাটিতে। বর্তমান ভারতীয় দলের যা পারফর্মেন্স তাতে করে তারা যেকোনো দলকে তাদের দেশের মাটিতে হারানোর ক্ষমতা রাখে যেটা তারা ইদানিং একটা অভ্যাসে পরিণত করেছে ,কিন্তু বর্তমান ভারতীয় দোলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের হয়তো এটাই শেষ ইংল্যান্ড সফর বলে মনে করা হচ্ছে।
চেতেশ্বর পূজারা
ভারতীয় টেস্ট ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ বলে মনে করা হয় পূজারাকে। পূজারা এমন একজন টেস্ট খেলোয়াড় যাকে দেখে অনেকেই রাহুল দ্রাবিড়ের কথা মনে করেন , ৩৩বছর বয়িষি সৌরাষ্ট্র ব্যাটসম্যান শুদু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান যেমন দলের প্রয়োজনে উইকেট আগলে পরে থাকতে পারেন ঠিক তেমনি দলের প্রয়োজনে বড়ো রানের পার্টনারশীপ গড়তে পারেন। এখন অনেকেই মনে করছেন পূজারা হয়তো এটাই তার ক্রিকেট ক্যরিয়ার এর শেষ ইংল্যান্ড সফর খেলছেন কারণ তার বয়স হয়তো পরবর্তী ইংল্যান্ড সফরে তাকে জায়গা নাও করে দিতে পারে।
অজিঙ্কে রাহানে
বর্তমান ভারতীয় দলের সহঅধিনায়ক যিনি দলের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে পরিচিত। ডানহাতি এই ব্যাটসম্যান যেমন ব্যাট হাতে তার পারফর্মেন্স দেখিয়েছেন ঠিক তেমনি অধিনায়ক বিরাট কোহলির অবর্তমানে অনবদ্য দলনেতা হিসাবে ভারত কে বহু টেস্ট ম্যাচ জিততে সাহায্য করেছেন। কিন্তু ৩৩ বছর বয়িষি এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রমাগত তার খারাপ পারফর্মেন্স দেখিয়ে চলেছেন তা সে ঘরের মাঠে হোক বা বিদেশে ইংল্যান্ডের মাঠেই হোক। তাই মনে করা হচ্ছে তার এই খারাপ পারফর্মেন্স এর বিচারে এটাই হয়তো তার শেষ ইংল্যান্ড সিরিজ।
রবিচন্দ্রন আশ্বিন
রবিচন্দ্রন আশ্বিন হলেন বর্তমান আধুনিক যুগের এমন একজন অফ স্পিনার যিনি ক্রিকেটের সমস্ত রকম ফরমেট এ খেলার যোগ্য তাছাড়াও তিনি যেকোনো ধরনের পরিস্থিতির সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন। তার নিজের ক্রিকেট ক্যরিয়ার এর সব থেকে টপ ফর্ম এ আছে বলে তিনি মনে করেন এছাড়াও তিনি এতোটাই আত্মবিশ্বাস এর সাথে বলেন তিনি বিশ্বের যেকোনো প্রান্তে খেলার জন্য তৈরি। আশ্বিন তার জাদুগরি পারফর্মেন্স এর দ্বারা বহুবার ইংল্যান্ডকে ধরাশায়ী করেছেন কিন্তু বর্তমান তার ফিটনেস এর কথা মাথায় রেখে এটাই মনে করা হচ্ছে এটাই হয়তো শেষ ইংল্যান্ড সফর।
হনুমা বিহারী
হনুমা বিহারী একজন তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় যিনি ভারতীয় দলে টেস্ট ম্যাচ খেলোয়াড় হিসাবে নিজের জায়গা করেছেন। কিন্তু বর্তমান ভারতীয় টেস্ট একাদশে এখন যা পরিস্থিতি তাতে করে তিনি সুযোগ পাচ্ছেন না তাই তিনি ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত আছেন। হনুমা বিহারী তার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ডেব্যু এ অর্ধশতরান করে সবার নজর করেছিলেন, কিন্তু তার এই ক্রমাগত দলে সুযোগ না পাওয়াতে এটাই মনে করা হচ্ছে এটাই হয়তো তার শেষ ইংল্যান্ড সফর।
ইশান্ত শর্মা
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের পেস বোলিং বিভাগকে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। বহুবছর সংগ্রাম করার পর তিনি একজন পরিণত টেস্ট বলার হিসাবে ভারতীয় দলে ফিরে এসেছেন, এছাড়াও তিনি বর্তমান সময়ের একমাত্র ভারতীয় টেস্ট ম্যাচ বলার হিসাবে ১০০টি ম্যাচ খেলেছেন। ৩২বছর বয়িষি এই ভারতীয় ফাস্ট বলার বহু ছোট আঘাত এ জর্জরিত ছিলেন যা তাকে দল থেকে বহুবার বাইরে রেখেছিলো। তাই তার এই সংগ্রাম এবং চোট এর জন্য এটাই হয়তো শেষ ইংল্যান্ড সফর বলে মনে করা হচ্ছে।