5-players-did-not-play-ind-vs-ban-test
IND vs BAN | Image: Getty Images

শেষের পথে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। চেন্নাইতে প্রথম টেস্টটি শুরু হয়েছিলো ১৯ সেপ্টেম্বর। ২৩ তারিখ অবধি চলার কথা থাকলেও ২২-এই যবনিকা পড়ে ম্যাচের। কানপুরে দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে ২৭ তারিখ। প্রথম তিনটি দিন বৃষ্টিতে কার্যত ম্যাচই হয় নি। চতুর্থ দিন অবশেষে মেঘ কেটে দেখা গিয়েছে রোদ। মাঠে ফিরেছেন খেলোয়াড়রাও। আগামীকাল কানপুর টেস্টের পঞ্চম দিন। তারপরই লাল বলের ফর্ম্যাট থেকে বিরতি নেবে ‘মেন ইন ব্লু।’ প্রবেশ করবে সাদা বলের বৃত্তে। টাইগারদের বিরুদ্ধেই আগামী ৬, ৯ ও ১২ তারিখ রয়েছে ভারতের তিনটি টি-২০ ম্যাচ। নয়া কোচ গম্ভীর (Gautam Gambhir) এর আগেও ওডিআই ও টি-২০তে দায়িত্ব সামলেছেন। টেস্ট ‘অভিষেকে’ কি করেন, কেমন দল বাছেন, তা নিয়ে কৌতূহল ছিলো। বিশেষ রদবলে যে তিনি বিশ্বাসী না তার প্রমাণ মিলেছে চেন্নাই ও কানপুরে।

Read More: IND vs BAN 2nd Test: জমজমাট ক্রিকেট কানপুরে, টেস্টের চতুর্থ দিনে রেকর্ডের ছড়াছড়ি !!

মাঠে নামার সুযোগই পেলেন না পাঁচ ক্রিকেটার-

Sarfaraz Khan and Dhruv Jurel | Image: Getty Images
Sarfaraz Khan and Dhruv Jurel | Image: Getty Images

ষোলো সদস্যের যে স্কোয়াড চেন্নাইতে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা হয়েছিলো, কানপুরেও তাঁদেরকেই ধরে রাখা হয়। ইতিপূর্বে বারবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দিয়েছে বিসিসিআই। সেই ধারা বজায় রেখে কানপুরের একাদশে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দেখা যাবে না বলেই মত দিয়েছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝপথে বিশ্রাম দেওয়া হয়েছিলো বুমরাহকে। এবারও তেমনটাই দেখা যাবে বলে মনে করা হয়েছিলো। উইকেটের চরিত্র বিশ্লেষণ করে তিন স্পিনারে একাদশ সাজানো হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। মেলে নি কিছুই। কোচ গম্ভীর চেন্নাইয়ের একাদশকেই মাঠে নামিয়েছেন কানপুরেও। যাঁরা চেপকে রিজার্ভ বেঞ্চে ছিলেন, তাঁদের সামনে সুযোগ আসে নি কানপুরে প্লেয়িং ইলেভেনের অংশ হওয়ার।

বাদের তালিকায় রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মিডল অর্ডার ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে ২০০ করেছিলেন। কিন্তু গম্ভীর বুঝিয়ে দিয়েছেন যে তিনি আস্থা রাখছেন কে এল রাহুলের (KL Rahul) উপর। কানপুর কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ঘরের মাঠ। তা সত্ত্বেও তাঁকে খেলানো হয় নি। উত্তরপ্রদেশের আরও দুই ক্রিকেটার- যশ দয়াল (Yash Dayal) ও ধ্রুব জুড়েল’ও (Dhruv Jurel) দুটি টেস্ট ম্যাচই কাটিয়েছে রিজার্ভ বেঞ্চে। ধ্রুব এর আগে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু অভিষেকের স্বপ্ন আর সার্থক হলো না যশের। তালিকায় পঞ্চম নাম অক্ষর প্যাটেলের (Axar Patel)। ভারতীয় দলের হয়ে গত দুই বছরে প্রায় প্রতিটি হোম টেস্টে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন নিয়মিত, খেলেছেন কার্যকরী ইনিংস’ও। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) তাঁকে ‘কালো তালিকাতে’ই রাখলেন গম্ভীর।

সরফরাজকে ছেড়ে দিয়েছে দল-

Sarfaraz Khan | IND vs BAN | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

কুলদীপ, ধ্রুব জুড়েল, অক্ষর ও যশ দয়াল’কে (Yash Dayal) টিম ইন্ডিয়ার (Team India) সাথে চেন্নাই থেকে কানপুর অবধি ঘুরে বেড়াতে হয়েছে। মাঠে নামার সুযোগ না মেলায় সময় কেটেছে সাজঘরের অন্দরে। সেখানে ব্যতিক্রম সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনি ইরানী কাপের (Irani Cup) জন্য মুম্বই দলে নির্বাচিত হয়েছেন। যেহেতু ভারতের হয়ে বাংলাদশের বিরুদ্ধে (IND vs BAN) তাঁর খেলার বিশেষ সম্ভাবনা ছিলো না তাই তাঁকে আর কানপুর উড়িয়ে নিয়ে যাওয়া হয় নি। আগেই ‘রিলিজ’ করে দেওয়া হয়েছে দল থেকে। তিনি মুম্বইয়ের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। আগামী ১ অক্টোবর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে ইরানী কাপের আসর। রঞ্জি জয়ী মুম্বইয়ের মুখোমুখি হবে অবশিষ্ট ভারত। মুম্বই স্কোয়াডে রয়েছেন অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার’রা। অন্যদিকে অবশিষ্ট ভারতের হয়ে অভিমণ্যু ঈশ্বরণ, ঈশান কিষণদের দেখা যাবে।

Also Read: IND vs BAN 2nd Test: “কামব্যাক হো তো অ্যায়সা…” রাজকীয় অর্ধশতক কে এল রাহুলের, বাহবায় ভরালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *