অভেস খান
ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে অভিষেক করে ফেলেছেন ডানহাতি এই তরুণ পেস বোলার, ভারতীয় দলের এই বোলার ৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ৩ টি উইকেট, ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ১৩ টি উইকেট। ভারতীয় দলের এই অভাগা বোলার কে ২০২২ এশিয়া কাপে শেষবারের মতন দেখা গিয়েছিল, ভারতীয় দলের ভবিষ্যত ভাবা হচ্ছিলো এই বোলারকে, তিনি এখন দলের বাইরে, ঘরোয়া দলের হয়ে শেষ ৪ টি ম্যাচে ২৭ টি উইকেট নিয়েছেন, ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করার পরেও নির্বাচকদের মন কারতে পারছেন না অভেস। নির্বচক চেতন শর্মার জন্য সুযোগ পাবেন না অভেস খান (Avesh Khan)।