চেতন শর্মাকে (Chetan Sharma) বিসিসিআই-এর জাতীয় পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে পুন-র্নিযুক্ত করা হয়েছে। গত বছরের নভেম্বরে বরখাস্ত হওয়া চেতন আবার ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বাদ পড়ার পরেই নির্বাচন কমিটি নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে এবার আশ্চর্য জনক ভাবে আবার এই পদের জন্য আবার নির্বাচন করা হলো চেতন শর্মাকে। চেতনের নতুন প্যানেলে সহকর্মী হিসেবে থাকবেন শিব সুন্দর দাস (Shiv sundar Das), সলিল আনকোলা (Salil Ankola), সুব্রত ব্যানার্জী (Subrata Benarjee) এবং এস শরথ (S Sharth)। চেতন শর্মা ও তার টিমকে ভারতীয় বোর্ডের নির্বচক হওয়ায় এই ৩ টি কারণে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। এই ৫ জন প্লেয়ারদের সুযোগ দেবেন না চেতন শর্মা।
পৃথ্বী শাহ
ভারতীয় দলের প্রতিভাবান প্লেয়ার হলেন পৃথ্বী শাহ (Prithvi Shaw), দলের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করে ফেলেছেন পৃথ্বী শাহ, তবে গত দুই বছর ধরে দলের সঙ্গে আর দেখা যায়না পৃথ্বীকে। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বারের মতন ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাকে, ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আসছেন তিনি, ক্যারিয়ারে তিনি ৫ টেস্টে একটি শতরান সহ করেছেন ৩৩৯ রান। ৬ টি ওডিআই খেলায় করেছেন ১৮৯ রান, দলে সুযোগ পেলে তিনি ঝড়ো ব্যাটিং করতে পারেন এবং করতে পারেন অনেক রান, তবে তাকে দলে সুযোগ দিচ্ছেন না চেতন শর্মা, পারফরমেন্স দেখানোর পরেও দলে সুযোগ পাচ্ছেন না শাহ কারণ চেতন শর্মা রোহিত , ধাওয়ান ও রাহুলের উপরেই নির্ভর করে রয়েছে।