ডিভন কনওয়ে
তালিকায় তৃতীয় স্থানে আছেন কিউই ব্যাটসম্যান ডিভন কনওয়ে (Devon Conway), গত সিজিনে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলা শুরু করেন এই প্লেয়ার, গত সিজিনে মাত্র ১ কোটি টাকা দিয়েই কিনেছিল এই কিউ’ই ব্যাটসম্যানকে, দলের হয়ে তিনি মাত্র ৭ ম্যাচই খেলেছেন এবং করেছেন ২৫২ রান, ঋতুরাজের সঙ্গে জুটি বেঁধে আগামী সিজিনে অন্য দলের থ্রেট হয়ে দাঁড়াতে পারেন। আগামী দিনে চেন্নাই সুপার কিংস দলের হয়ে অধিনায়কত্বের ভার তুলতে পারেন তিনি।