৫জন ক্রিকেটার যাদের বিরাট কোহলি নিজের টেস্ট একাদশে খেলাতে পছন্দ করেন 1

বাছাই করা ক্রিকেটারদের খেলাতে সব অধিনায়ক পছন্দ করেন, কারণ প্রত্যেক অধিনায়ক চান তার দলের তুরুপের তাস যেন তার নিজের পছন্দ করা ক্রিকেটার হন। ক্রিকেট ইতিহাসে এই রকম বহু ঘটনার আমরা সাক্ষী থেকেছি যেখানে অধিনায়কের নিজের পছন্দের খেলোয়াড় বহুদিন ধরে জাতীয় দলে খেলেছেন। বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার নিজের অধিনায়ক ক্যারিয়েরে ৬০তম টেস্ট ম্যাচে খেলতে নামবেন, তিনিও অবশ্যই চাইবেন তার নিজের পছন্দের বাছাই করা ৫জন খেলোয়াড়কে দলে রাখতে।৫জন ক্রিকেটার যাদের বিরাট কোহলি নিজের টেস্ট একাদশে খেলাতে পছন্দ করেন 2

বিরাট কোহলি তার অসাধারণ ব্যাটিং দক্ষতার পাশাপাশি টেস্ট অধিনায়ক হিসাবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন, তিনি একজন সফল টেস্ট অধিনায়কের তালিকায় পড়েন। তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল WTC ফাইনাল খেলতে নামবে। যেকোন জেনে নেওয়া যাক তার পছন্দের ৫জন বাছাই করা খেলোয়াড়দের।

ইশান্ত শর্মা

৫জন ক্রিকেটার যাদের বিরাট কোহলি নিজের টেস্ট একাদশে খেলাতে পছন্দ করেন 3

ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হলেন ইশান্ত শর্মা। দিল্লির এই পেস বোলার বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন এর পাশাপাশি তিনি ভরতীয় টেস্ট দলের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে থাকেন। ৩২বছর বয়িষি এই টেস্ট খেলোয়াড় কোহলির নেতৃত্বে যেকোনো অব্দি ৪০টি ম্যাচে খেলেছেন, ইশান্তের ১০০টি টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতার কারণেই কোহলি তাকে টেস্ট দলে বাছাই করে থাকেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *