ভেঙ্কটেশ আইয়ার
এই বছর আইপিএল এ খুঁজে পাওয়া এক অসাধারন প্রতিভা হলেন ভেঙ্কটেশ আইয়ার। বাঁহাতি এই ব্যাটসম্যান প্রায় এক হাতে কেকেআর দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল। তার এই পারফর্মেন্সের ভিত্তিতে তিনি ভারতীয় দলের হয়ে t20 ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন। যেহেতু তিনি একজন অলরাউন্ডার তাই পরবর্তী সাউথ আফ্রিকা সিরিজে তিনি ভারতীয় দলে হয়ে একদিবসীয় ফরম্যাটে অভিষেক করার দাবি রাখেন।