Virat Kohli | Image: GettyImages

এমএস ধোনি

TOP 5: পাঁচজন ভারতীয় ব্যাটসম্যান যারা নিজের ব্যাটিং পজিশন চেঞ্জ করে তারকা হয়ে উঠেছেন !! 1

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সফল অধিনায়কদের মধ্যে অন্যতম একটি নাম হলো এম এস ধোনি। ধোনি হলেন একমাত্র অধিনায়ক যিনি ক্রিকেটের ৩টি সর্বোচ্চ্য ট্রফি জয়লাভ করেছেন। এছাড়াও ধোনি বিশ্ব ক্রিকেটে “ক্যাপ্টেন কুল” (Captain Cool) নামে পরিচিত। ঝাড়খণ্ডের ময়দান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করা ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে একজন সেরা ফিনিশার ব্যাটসম্যান হিসাবেও পরিচিত। উইকেটের পেছনে তার একের পর এক অনবদ্য উইকেটকিপিং আজও বিশ্বের প্রতিটা ক্রিকেট প্রেমীদের মনে তরতাজা হয়ে রয়েছে। ধোনি একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে ক্রিকেট বিশ্ব তাকে ফিনিশার ব্যাটসম্যান হিযাবে মনে রেখেছে। তাই ধোনিও নিজের ব্যাটিং পসিশন বদল করে তারকা ক্রিকেটার হয়ে উঠতে পেরেছেন সে কথা বলাই যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *