TOP 5: ৫ জন মহান ভারতীয় ক্রিকেটার যারা নিজেদের অবসরের সময় কোনো বিদায়কালীন ম্যাচ পাননি 1

জাহির খান

TOP 5: ৫ জন মহান ভারতীয় ক্রিকেটার যারা নিজেদের অবসরের সময় কোনো বিদায়কালীন ম্যাচ পাননি 2

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সফল ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হলেন জাহির খান। ভারতের হয়ে ৬০০টির বেশি উইকেট নেওয়া বোলারকেও ২০১৭সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পরে তাকেও কোনোরূপ সম্বর্ধনা ম্যাচ খেলানো হয়নি। বাঁহাতি এই পেস বোলার লম্বা সময় ধরে ভারতীয় পেস বোলিং বিভাগকে টেনে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি চোটের কারণে দল থেকে বাদ পড়েন এবং তিনি আর ভারতীয় দলে কামব্যাক করতে পারেননি। জাহির টেস্ট ক্রিকেটে ৩১১টি উইকেট,একদিবসীয় ক্রিকেটে ২৮২টি উইকেট এবং t20 ক্রিকেটে ১৭টি উইকেট নিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *