প্রত্যেক ক্রিকেটার একটাই লক্ষ্য নিয়ে তাদের কেরিয়ার শুরু করে তারা যেন তাদের জীবনের বেশ কিছু বছর নিজের দেশের হয়ে ক্রিকেটীয় পরিষেবা করে যেতে পারে। ক্রিকেট ইতিহাসে আমরা এমন কিছু ক্রিকেটারদের দেখেছি যারা চোটের কারণে খুব অল্প সময়ের মধ্যে নিজেদের ক্রিকেট কেরিয়ার শেষ করে ফেলেছেন।
প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে তারা যখন ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন তখন যেন তারা মাঠে যোগ্য সম্মানটা পান। একজন ক্রিকেটার যখন অবসর গ্রহণ করেন তখন তার কাছে সব থেকে কষ্টের সময় হলো তিনি র কোনো দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবেন না তাই তারা আশা করে তাদের অবসরের সময় তারা যেন তাদের পছন্দ অনুযায়ী পছন্দের মাঠে নিজেদের জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলতে পারে। আমরা এখানে এমন ৫জন মহান ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা দেশের হয়ে অসাধারণ ক্রিকেটীয় পারফর্মেন্স দেবার পরেও তাদের অবসরের সময় কোনো বিদায়কালীন ম্যাচ তারা পাননি।
মাহেন্দ্র সিং ধোনি
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সব থেকে সফল অধিনায়কের তালিকায় সর্বপ্রথম নামটি হলো মাহেন্দ্র সিং ধোনির। ধোনির অধিনায়কত্বেইভারতীয় দল আইসিসির ৩টি বড়ো ট্রফি (t20 বিশ্বকাপ,একদিবসীয় বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়লাভ করেছিল। এছাড়াও ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে ১নাম্বার স্থান লাভ করেছিল। ধোনিকে সেরা ফিনিশারের তালিকাতেও সবার ওপরে রাখা হয় কারণ তিনি এক হাতে ভারতীয় দলকে বহু ম্যাচ জিতিয়েছেন। ২০১৪সালের ডিসেম্বর মাসে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন এবং পুরোপুরি একদিবসীয় এবং t20 ফরম্যাটে মনোনিবেশ করেন। এর পরে ২০২০সালের ১৫অগষ্ট তিনি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলেন। ধোনির এই পারফর্মেন্সের পরেও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তার জন্য কোনো অবসরকালীন ম্যাচ তাকে খেলানো হয়নি।
বীরেন্দ্র শেওয়াগ
বিধংসী ওপেনার ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট বিশ্বে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন বীরেন্দ্র শেওয়াগ। ডানহাতি এই ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন যার মধ্যে ২৩টি শতরান,৩২টি অর্ধ শতরান এবং সর্বাধিক রান করেছিলেন ৩১৯। এছাড়াও শেওয়াগ ২৫১টি একদিবসীয় ম্যাচ খেলে ১৫টি শতরান, ৩৮টি অর্ধ শতরান এবং সর্বাধিক রান করেছিলেন ২১৯। শেওয়াগ শুদু টেস্ট বা একদিবসীয় ক্রিকেট খেলেছিলেন তাও নয় তিনি ১৯টি t20 ম্যাচ খেলে মোট রান করেছিলেন ৩৯৪ যেখানে তার সর্বাধিক রান সংখ্যা ছিল ৬৮। বিধংসী এই ব্যাটসম্যান ২০১৫সালে আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর গ্রহণ করেছিলেন কিন্তু তার অবসরে তাকেও কোনো বিদায়কালীন ম্যাচ খেলানো হয়নি।
গৌতম গম্ভীর
২০০৭সালের t20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং ২০১১সালের একদিবসীয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হিরো গৌতম গম্ভীরকে ক্রিকেট বিশ্ব আজও মনে রেখেছে। বাঁহাতি এই ব্যাটসম্যান বরাবর যেকোনো ফাইনাল ম্যাচে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে ভারতীয় দলকে জয়লাভ এনে দিয়েছেন। গম্ভীর ভারতীয় দলের হয়ে ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৯টি শতরানের সহিত মোট ৪১৫৪রান করেছিলেন। বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান ১৪৭টি একদিবসীয় ম্যাচ খেলে ১১টি শতরানের সহিত মোট ৫২৩৮রান করেছিলেন। এছাড়াও তিনি ৩৭টি t20 ম্যাচ খেলে ৭টি অর্ধ শতরানের সহিত মোট ৯৩২রানে করেছিলেন। বিশ্বকাপ ফাইনাল জেতানো এই মহান ক্রিকেটার ২০১৮সালে আন্তর্জাতিক ক্রিকরত থেকে অবসর গ্রহণ করেন কিন্তু তাকেও কোনো বিদায়কালীন সম্বর্ধনা জানানো হয়নি।