এমএস ধোনি
প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের একজন সফল অধিনায়ক হলেন এমএস ধোনি। সফল অধিনায়কের পাশাপাশি ধোনি বিশ্ব ক্রিকেটের একজন শ্রেষ্ট ফিনিশার হিসাবেও পরিচিত। ধোনি হলেন একমাত্র অধিনায়ক যিনি আইসিসি র ৩টি বড়ো ট্রফি জিতেছেন। বিশ্ব ক্রিকেটের পাশাপাশি ধোনি আইপিএল এও সফল অধিনায়ক হিসাবে পরিচিত তাই স্বভাবতই তার ফ্যান এর সংখ্যা অনেক। ধোনি তার ইনস্টাগ্রাম প্রতি পোস্টের জন্য ভারতীয় মুদ্রায় ১,৪৪,৪৭,৭২৬ রাকা রোজগার করে থাকেন। ধোনি “GoDaddy”,”Bharat Matrimony” র মতো বড়ো বড়ো কোম্পনির ব্র্যান্ড এম্বাসেডর।