সামিদুল্লাহ সিনবারি
২০০৯ সালে আফগানিস্তান দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন ডানহাতি ব্যাটসম্যান সামিদুল্লাহ সিনবারি। তার এই দীর্ঘ্য ক্রিকেট জীবনে তাকে কোনোদিন প্রচারের আলোয় আসতে দেখা যায়নি বলেই বলা চলে। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলা ছাড়া আর কোনো ছাপ রাখার মতো ইনিংস উপহার দেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এর পরে তিনি আফগানিস্তান দল থেকে একদিবসীয় ফরম্যাট থেকেও বাদ পড়েছেন। কিন্তু সম্প্রতি চলতি এশিয়া কাপের আসরে তিনি দলের সাথে যুক্ত আছেন। ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান যদি এশিয়া কাপের মঞ্চে এমন কিছু ম্যাজিক করে দেখাতে পারেন তার ওপরেই নির্ভর করছে তার পরের এশিয়া কাপের মঞ্চে দলের হয়ে মাঠে নামার।