৫ জন ক্রিকেটার যারা বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেও বিয়ে করেননি 1

বলিউড ও ক্রিকেট – ভারতে এই দুই জগতের সংযোগ বহুদিনের। দুই ক্ষেত্রেই রয়েছে জনপ্রিয়তা, গ্ল্যামার ও ভক্তদের উন্মাদনা। তাই স্বাভাবিকভাবেই, ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীদের প্রেমের কাহিনি ভক্তদের কাছে সবসময়ই বিশেষ আগ্রহের বিষয়। অনেক ক্রিকেটার আছেন যারা বলিউড অভিনেত্রীদের বিয়ে করে আলোচনায় এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুটি হলো বিরাট কোহলি (Virat Kohli) ও আনুশকা শর্মার (Anushka Sharma)। বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা শর্মাকে যা ক্রিকেট ও বলিউডের এখনও পর্যন্ত অন্যতম বড় প্রেমকাহিনীর একটি। তবে ক্রিকেটার ও বলিউডের এমন বেশ কিছু সম্পর্ক রয়েছে যে সম্পর্কের রঙিন শুরু হলেও, শেষটা বিয়েতে গিয়ে থামে না।

বিরাট কোহলি – ইজাবেল লিট

৫ জন ক্রিকেটার যারা বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেও বিয়ে করেননি 2
Virat Kohli and Izabelle leite | Image: Twitter

প্রথমেই উঠে আসে ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) নাম। বর্তমানে বিরাট কোহলি আনুশকা শর্মার সঙ্গে সুখী দাম্পত্য জীবন পালন করছেন। তবে, আনুশকা শর্মা কোহলির জীবনে আসার আগে এক ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ইজাবেল লিট-এর সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। ২০১৩ সালে বিরাট যখন তাঁর ক্যারিয়ারের শুরুতে তখন দু’জনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। তবে দু’জনই পরবর্তীতে জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু ছিলেন, যদিও এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

Read More: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, মাথায় হাত গৌতম গম্ভীরের !!

এম এস ধোনি – দীপিকা পাড়ুকোন

ক্রিকেটার
Deepika Padukon and MS Dhoni | Image: Twitter

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ভারতীয় দলের অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি ও দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতার খবর মিডিয়ায় উঠে এসেছিল। সূত্রের দাবি, ধোনি নাকি দীপিকাকে একটি ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময়ে ধোনি ও দীপিকার সম্পর্ক খবরের শিরোনামে থাকলেও, সম্পর্কটি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। ধোনির পর যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সঙ্গেও দীপিকার সম্পর্কের খবর শিরোনামে উঠে এসেছিল। যদিও, সেই সম্পর্ক কয়েক মাসে ভেঙে গিয়েছিল। পরে দীপিকা রণবীর সিংকে বিয়ে করেন।

যুবরাজ সিং – কিম শর্মা

৫ জন ক্রিকেটার যারা বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেও বিয়ে করেননি 3
Yuvraj Singh and Kim Sharma | Image: Twitter

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। যুবরাজ, তাঁর ক্যারিয়ারের প্রথম দিকে পোস্টার বই ছিলেন। একাধিক অভিনেত্রীর সাথে যুবরাজের সম্পর্কের খবর সামনে উঠে এসেছিল। ২০০০-এর দশকের শুরুতে যুবরাজ সিং ও কিম শর্মার প্রেম ছিল বলিউড ও ক্রিকেট দুনিয়ার অন্যতম আলোচিত ঘটনা। দু’জনকে প্রায়ই একসঙ্গে বিভিন্ন পার্টি ও ইভেন্টে দেখা গিয়েছিল। তাদের সম্পর্ক দীর্ঘদিন সম্পর্ক টিকলেও, শেষ পর্যন্ত তারা আলাদা পথে হাঁটেন। যুবরাজ পরবর্তীতে আর এক বলিউড অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করেন।

হার্দিক পান্ডিয়া – এলি আভরাম

৫ জন ক্রিকেটার যারা বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেও বিয়ে করেননি 4
Hardik Pandya and Elli Avram | Image: Twitter

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম। হার্দিক পান্ডিয়া তার ড্যাসিং লুক ও তার পারফরম্যান্সের জন্য খবরের শিরোনামে থাকেন। ২০১৭ সালে এলি আভরামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সুইডিশ-ভারতীয় এই অভিনেত্রীকে প্রায়ই হার্দিকের সঙ্গী হিসেবে দেখা যেত, এমনকি পরিবারিক অনুষ্ঠানেও তাদের একসাথে দেখতে যাওয়া যেত। কিন্তু কিছুদিন পরেই তাদের সম্পর্কের ইতি ঘটে। হার্দিক পরে মডেল নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন। যদিও, সেই সম্পর্কও বেশিদিন স্থিতিশীল হয়নি, বর্তমানে হার্দিক একাকী জীবনযাপন করছেন।

ইমরান খান – জিনাত আমান

ক্রিকেটার
Imran Khan and Zeenat Aman | Image: Twitter

তালিকায় পঞ্চম স্থানে রাখা হয়েছে সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খানকে (Imran Khan)। ৮০-র দশকে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান ও বলিউডের গ্ল্যামার কুইন জিনাত আমানের রোম্যান্স ছিল শিরোনামে। ইমরান তাঁর জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর মধ্যেই একজন ছিলেন বলিউড ডিভা জিনাত আমান। আসলে, ইমরান সেই সময় ভারত সফরে প্রায়ই বলিউডের পার্টিতে অংশ নিতেন। যদিও জিনাতের সঙ্গে সম্পর্ক নিয়ে দু’জনেই খোলাখুল কিছু বলেননি, গুঞ্জন থামেনি। শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যান।

Read Also: রঞ্জি খেলার যোগ্য নন এই তারকা ক্রিকেটার, তবুও এশিয়া কাপের জন্য দলে পেতে মরিয়া গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *